Bollywood Director: প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Bollywood Director: ফের বলিউডে নক্ষত্রপতন। প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর।
মুম্বইঃ ফের বলিউডে নক্ষত্রপতন। প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুনঃ ব্লাডসুগারের সাক্ষাৎ শত্রু! সকালে খালি পেটে খান এই ৫ খাবার! শরীর থেকে উপড়ে ফেলবে ডায়াবেটিস
বেনেগাল কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মেয়ে পিয়া বেনেগাল খবরটি নিশ্চিত করেছে। প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল সোমবার মুম্বাইয়ের ওকহার্ট হাসপাতালে মারা গেছেন। শ্যাম বেনেগালকে ভারত সরকার ১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছিল।
advertisement
advertisement
গত ১৪ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পালন করেন পরিচালক। ৭০ ও ৮০-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’-সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2024 8:16 PM IST










