Bollywood Filmmaker Death: সব ঠিক ছিল... হঠাৎ সংক্রমণে জীবনে ইতি! চলে গেলেন জনপ্রিয় পরিচালক, রীতেশ-তুষারের চোখে জল!

Last Updated:

Bollywood Filmmaker Death: শিভানের পরিবারের তরফে এখনও মৃত্যু নিয়ে বিবৃতি জারি করা হয়নি। ২০১৯ সালে পরিচালকের শেষ কাজ। ‘ভ্রম’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে ওটিটি-তে আত্মপ্রকাশ করেছিলেন।

সব ঠিক ছিল... হঠাৎ সংক্রমণে জীবনে ইতি! চলে গেলেন জনপ্রিয় পরিচালক, রীতেশ-তুষারের চোখে জল!
সব ঠিক ছিল... হঠাৎ সংক্রমণে জীবনে ইতি! চলে গেলেন জনপ্রিয় পরিচালক, রীতেশ-তুষারের চোখে জল!
মুম্বই: চলে গেলেন বলিউডের একাধিক জনপ্রিয় ছবির নির্মাতা। আজ, বুধবার, ৮ মে প্রয়াত হলেন বলি পরিচালক সঙ্গীত শিবান। ৬১ ​​বছর বয়সে আচমকাই পথচলা শেষ। যদিও তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। তবে দাবি করা হয়েছে, কোনও সংক্রমণের কারণে শারীরিক জটিলতা তৈরি হয়েছিল।
মালয়ালম ছবির জগতে অঢেল কাজ করেছেন সঙ্গীত। তবে কয়েকটি হিন্দি ছবিও বানিয়েছেন তিনি। সুপারস্টার মোহনলালের সঙ্গে কাল্ট ফিল্ম ‘যোদ্ধা’র জন্য পরিচিত ছিলেন। হিন্দিতে তিনি ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘আপনা সপনা মানি মানি’ এবং ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ পরিচালনা করেছিলেন।
advertisement
advertisement
সিভানের অকাল মৃত্যুর খবরে দুই ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ। শিভানের সঙ্গে ‘কেয়া কুল হ্যায় হাম’ এবং ‘আপনা সপনা মানি মানি’তে কাজ করেছিলেন বলি তারকা রীতেশ দেশমুখ। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সঙ্গীত শিভান স্যর আর নেই জেনে গভীরভাবে মর্মাহত। একজন নবাগত হিসাবে আপনি চাইবেন, কেউ আপনাকে বিশ্বাস করে একটি সুযোগ দিন, ‘কেয়া কুল হ্যায় হাম’ এবং ‘আপনা সপনা মানি মানি’-র জন্য তাঁকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। মৃদুভাষী, ভদ্র এবং একজন চমৎকার মানুষ। তাঁর পরিবার এবং প্রিয়জন, তাঁর স্ত্রী, সন্তান, ভাইদের প্রতি আমার গভীর সমবেদনা। খুব মিস করব দাদা। আর আপনার ওই ছোঁয়াচে হাসিটিকেও।’
advertisement
advertisement
অভিনেতা তুষার কাপুরও লিখেছেন, ‘আমার মনের ভিতরে এখন কী চলছে. তা বর্ণনা করার মতো শব্দ নেই। এক পরামর্শদাতা, যিনি আমাকে ‘কেয়া কুল হ্যায় হম’ দিয়ে কমেডির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি আর নেই! সঙ্গীতজি, সম্প্রতি আপনার সঙ্গে আবার কাজ করার সম্মান পেয়েছিলাম। কিন্তু এই দুঃসংবাদের সঙ্গে বোঝাপড়া করতে আমার সময় লাগবে। স্যার আপনাকে মিস করব।’
advertisement
advertisement
শিভানের পরিবারের তরফে এখনও মৃত্যু নিয়ে বিবৃতি জারি করা হয়নি। ২০১৯ সালে পরিচালকের শেষ কাজ। ‘ভ্রম’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে ওটিটি-তে আত্মপ্রকাশ করেছিলেন। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কল্কি কেঁকলা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Filmmaker Death: সব ঠিক ছিল... হঠাৎ সংক্রমণে জীবনে ইতি! চলে গেলেন জনপ্রিয় পরিচালক, রীতেশ-তুষারের চোখে জল!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement