Farha Khan corona positive: করোনার দুটো টিকা নিয়েও লাভ হল না! মারণ ভাইরাসে আক্রান্ত ফারহা খান

Last Updated:

Farha Khan corona positive: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চিত্রপরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান।

#মুম্বই: করোনার দুটো টিকা নিয়েও কোনও লাভ হল না। মারণ ভাইরাসে আক্রান্ত হলেন চিত্রপরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান। বুধবার নিজেই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে জানালেন তিনি। সেই পোষ্টটি ফারহা জানিয়েছেন করোনার দুটি টিকা তার নেওয়া হয়ে গিয়েছে। এমনকি তিনি যাদের সঙ্গে কাজ করছেন তাদেরও করোনার দুটি টিকাই নেওয়া হয়ে গিয়েছে। ফারহা মনে করছেন, কাল টিকা না পরার কারণেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
ফারহা স্টোরিতে লিখছেন, "আমার মনে হয় কালো টিকা না পরার কারণেই এমন হয়েছে। দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও, এবং আমি যাদের সঙ্গে কাজ করছি তারাও দুটো ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও আমার করোনা রিপোর্ট পজিটিভ এল।" ফারহা জানিয়েছেন তিনি করোনা আক্রান্ত হওয়ার কথা সকলকে জানিয়েছেন।
তিনি লিখেছেন, "আমি যাদের সংস্পর্শে এসে ছিলাম তাদের সকলকে জানিয়েছি। তাদেরও বলেছি করোনা পরীক্ষা করাতে। বয়সের কারণে এবং কাঁচা স্মৃতি শক্তির জন্য যদি কাউকে বলতে ভুলে দিয়ে থাকি, দয়া করে তারা টেস্ট করিয়ে নেবেন।" ফারহা আশা করছেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তাঁর কথায়, "আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।"
advertisement
advertisement
শিরিশ কুন্দের কে বিয়ে করেছেন ফারহা খান। তাদের তিনটি সন্তান রয়েছে। বর্তমানে জি কমেডি শো এর বিচারক হিসেবে কাজ করছেন তিনি। কিন্তু করোনার জন্য তিনি এখন এপিসোডগুলিতে উপস্থিত থাকতে পারবেন না। তাই তার জায়গায় থাকবেন গায়ক মিকা সিং। সম্প্রতি রিয়ালিটি শো সুপার ডান্সার-এও অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তার সঙ্গে বিচারকের আসনে ছিলেন শিল্পা শেট্টি, অনুরাগ বসু এবং গীতা কাপুর। অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি ১৩-র শুক্রবার স্পেশাল একটি এপিসোডের জন্যও শুটিং করেছেন ফারহা।
advertisement
প্রসঙ্গত, ভারতে নতুন করে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। গতকাল অর্থাৎ মঙ্গলবার এর তুলনায় যা ৩৫.৬ শতাংশ বেশি। আর সেই জন্যই চিকিৎসক মহলে আবার চিন্তা তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farha Khan corona positive: করোনার দুটো টিকা নিয়েও লাভ হল না! মারণ ভাইরাসে আক্রান্ত ফারহা খান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement