৬ বছরের মেয়ের মা ঐশ্বর্য রাই বচ্চনের এই হট নাচ দেখলে চোখ ফেরাতে পারবেন না

Last Updated:

ঠিক তেমনই চৌখশ উপস্থিতি, সাবলীল পারফর্ম্যান্স, দুর্দান্ত স্ক্রিনপ্রেজেন্স ৷ সব মিনিয়ে মুহূর্তে নিজের জাত চিনিয়ে দেন তিনি ৷ তিনি ঐশ্বর্য রাই বচ্চন ৷ বহুদিন ফিল্মি দুনিয়া থেকে দূরে ৷

#মুম্বই: ঠিক তেমনই চৌখশ উপস্থিতি, সাবলীল পারফর্ম্যান্স, দুর্দান্ত স্ক্রিনপ্রেজেন্স ৷ সব মিলিয়ে মুহূর্তে নিজের জাত চিনিয়ে দেন তিনি ৷ বহুদিন ফিল্মি দুনিয়া থেকে দূরে ৷ তবু পর্দায় এসেই বুঝিয়ে দিলেন সময় আর বয়স, নেহাতই দু’টো সংখ্যা মাত্র ৷
সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বর্য অভিনীত ‘ফন্নে খান’ ছবির একটি গান ৷
সুনীধি চৌহানের গাওয়া সেই ‘মহব্বত’ গানেই দর্শকদের চোখ পর্দায় আটকে দিয়েছেন যিনি তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড ওনলি বেবি সিংহ থুড়ি ৬ বছরের মেয়ের মা ঐশ্বর্য রাই বচ্চন ৷ গান, নাচ সবটাতেই যেন চোখে ৫০০ ওয়াটের আলোর ঝলক দেবে ৷ সুতরাং কিছু না ভেবেও বলে দেওয়া যায় এন্ট্রিতেই তাক লাগাবেন নায়িকা ৷ ফ্র্যাঙ্ক গেটসন জুনিয়র গানটির কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন ৷
advertisement
advertisement
অতুল মাঞ্জেকরের ‘ফন্নে খান’-এ ঐশ্বর্য ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিল কাপুর, দিব্যা দত্ত, রামকুমার রাও ৷ ‘হামারা দিল আপকে পাস হ্যয়’ আর ‘তাল’-এর ১৭ বছর পর আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে ঐশ্বর্য-অনিল জুটি ৷ ৩ অগস্ট মুক্তি পাবে এই ছবি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
৬ বছরের মেয়ের মা ঐশ্বর্য রাই বচ্চনের এই হট নাচ দেখলে চোখ ফেরাতে পারবেন না
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement