মাধুরীর মিষ্টি হাসির পিছনে রহস্য কী ? জানলে আপনিও চমকে যাবেন

Last Updated:

অনেকে বলে থাকেন মাধুরী দীক্ষিতের হাসি অনেকটাই মেলে মধুবালার সঙ্গে ৷ শুধুমাত্র কোনও একটি বয়স নয় কাল থেকে মহাকালে ব্যাপ্তি তাঁর ৷ মাধুরীর হাসির যাদুতে ঘায়েল হয়েছে সবাই ৷

#কলকাতা: অনেকে বলে থাকেন মাধুরী দীক্ষিতের হাসি অনেকটাই মেলে মধুবালার সঙ্গে ৷ শুধুমাত্র কোনও একটি বয়স নয় কাল থেকে মহাকালে ব্যাপ্তি তাঁর ৷ মাধুরীর হাসির যাদুতে ঘায়েল হয়েছে সবাই ৷
চলচ্চিত্রে মাধুরীকে হাসির কারণেই অনেকে এক কথায় প্রাণ দিতে পারেন ৷ সে সেই সাজনের পূজাই হোক বা বেটার সরস্বতী ৷ তাঁর অভিনীত এক গুচ্ছ ছবি রাম লক্ষ্মণ, তেজাব, হাম তুমহারে হ্যায় সনম, দেবদাস, দিল তো পাগল হ্যায়, রাজা, খলনায়ক ৷ এই ভাবে বলতে বসলে সারাদিন বয়ে যাবে কিন্তু শেষ হবে না এই দীর্ঘ তালিকা ৷ সব সময়েই একটি কমন ফ্যাক্টর মিষ্টি হাসি ৷
advertisement
একটি সাক্ষাৎকারে মাধুরীকে জানতে চাওয়া হয়েছিল তাঁর মিষ্টি হাসির রহস্য কী ? তিনি বলেই ছিলেন কিছুই না মন আর মুখ এক রাখি ভিতর ও বাহির চলে সমানে সমানে ৷ সব সময় ভাল থাকার চেষ্টা করি খুশিতে বাঁচি ৷ বিয়ের পরে কিছুদিনের জন্য বিদেশীনি হলেও ফের দেখা যায় তাঁকে ভারতীয় সিনেমায় ৷
advertisement
advertisement
সেই যেখানে ছেড়ে গিয়েছিলেন তাঁর মিষ্টি হাসি যেন আজা নাচলে দিয়েই আবার সেখান থেকেই শুরু করেছিলেন ৷ এরপর গুলাব গ্যাঙ, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ৷ হাসিতেই অনন্য মাধুরী তাঁর স্নিগ্ধতা বারবার মাতাল করেছেন ভক্তদের ৷ বয়স তো শুধু সংখ্যা বারবার তাঁর কাজের মধ্যে দিয়েই প্রমাণিত হয়েছে ৷ মনের বয়স ও সৌন্দর্যে সব সময়েই তিনি অষ্টাদশী ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাধুরীর মিষ্টি হাসির পিছনে রহস্য কী ? জানলে আপনিও চমকে যাবেন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement