Rakesh Roshan: মস্তিষ্কের রক্তনালীতে ৭৫% ব্লকেজ, আর একটু হলেই চরম বিপদ হত...! এখন কেমন আছেন রাকেশ রোশন?

Last Updated:

Rakesh Roshan: চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন জানান যে হঠাৎ করেই জানা গেছে যে তার মস্তিষ্কে যাওয়া দুটি 'ক্যারোটিড ধমনী' ৭৫ শতাংশেরও বেশি ব্লক হয়ে গেছে, যদিও তার কোনও লক্ষণ ছিল না।

News18
News18
মুম্বই: বলিউডের স্বনামধন্য পরিচালক রাকেশ রোশন আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন৷ তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ এই খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্তরা৷ এখন কেমন আছেন হৃতিকের বাবা৷
সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন তাঁর স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করেছেন। তিনি জানান যে হঠাৎ করেই জানা গেছে যে তার মস্তিষ্কে যাওয়া দুটি ‘ক্যারোটিড ধমনী’ ৭৫ শতাংশেরও বেশি ব্লক হয়ে গেছে, যদিও তার কোনও লক্ষণ ছিল না। ‘ক্যারোটিড ধমনী’ হল ঘাড়ের প্রধান রক্তনালী, যা মস্তিষ্কে রক্ত বহন করে।
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Rakesh Roshan (@rakesh_roshan9)

advertisement
advertisement
রাকেশ ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে বলেছেন যে এই সপ্তাহটি তার জন্য চোখ খুলে দেওয়ার মতো ছিল। তিনি লিখেছেন, ‘এই সপ্তাহটি আমার জন্য অবাক করার মতো ছিল। যখন আমি পুরো স্বাস্থ্য পরীক্ষা করছিলাম, তখন হার্টের পাশাপাশি ডাক্তার আমাকে ঘাড়ের সোনোগ্রাফিও করার পরামর্শ দিয়েছিলেন।’
advertisement
তিনি আরও লিখেছেন, ‘কাকতালীয়ভাবে আমরা জানতে পারলাম যে আমার কোনও লক্ষণ না থাকলেও, মস্তিষ্কে যাওয়া আমার দুটি ক্যারোটিড শিরা ৭৫ শতাংশেরও বেশি ব্লক হয়ে গেছে। যদি এটি উপেক্ষা করা হত, তাহলে এটি খুব বিপজ্জনক হতে পারত।’
advertisement
রাকেশ রোশন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি হই এবং চিকিৎসা শুরু হয়। এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি এবং আশা করি শীঘ্রই আবার আমার ব্যায়াম শুরু করব। আমি চাই এটি অন্যদের তাদের স্বাস্থ্যের যত্ন নিতে, বিশেষ করে তাদের হৃদয় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের যত্ন নিতে অনুপ্রাণিত করুক।’
তিনি আরও বলেন যে, তিনি হৃদপিণ্ডের সিটি স্ক্যান এবং ঘাড়ের শিরাগুলির সোনোগ্রাফি করান, যা লোকেরা প্রায়শই উপেক্ষা করে, কিন্তু ৪৫ থেকে ৫০ বছর বয়সের পরে, প্রত্যেকেরই অবশ্যই এই পরীক্ষাগুলি করা উচিত৷ রাকেশ বলেন, ‘আমি মনে করি এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভাল। ‘ উল্লেখ্য, এর আগেও শোনা গিয়েছিল যে রাকেশ রোশনের ঘাড়ের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakesh Roshan: মস্তিষ্কের রক্তনালীতে ৭৫% ব্লকেজ, আর একটু হলেই চরম বিপদ হত...! এখন কেমন আছেন রাকেশ রোশন?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement