Dilip-Saira: আট মাসে গর্ভের সন্তান নষ্ট হয় সায়রা বানুর, আর কোনওদিন সন্তান সুখ পাননি দিলীপ কুমার

Last Updated:

আট মাসের গর্ভাবস্থায় এক দুর্ঘটনায় গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় সায়রা বানুর (Saira Banu Miscarriage) । আর কোনওদিন সন্তানসুখ পাননি তাঁরা ।

#মুম্বই: আদর্শ প্রেম গাঁথার বাস্তবের নায়ক-নায়িকা ছিলেন তাঁরা । দিলীপ কুমার (Dilip Kumar) ও সায়রা বানু (Saira Banu) । ৫৪ বছরের দীর্ঘ বন্ধন আজ শেষ হয়ে গেল । কিন্তু যে প্রেমের কাহিনীরা অমর হয়ে যায়, তারা শেষ হয়েও শেষ হয় না । সায়রার জীবনের ‘কহিনূর’, তাঁর দিলীপ সাহাবের সঙ্গে তাঁর দাম্পত্যের গল্পটা খানিকটা তেমনই । কিন্তু সেই ঝাঁ চকচকে রোম্যান্সেও মিশেছে বিষাদ । আট মাসের গর্ভাবস্থায় এক দুর্ঘটনায় গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় সায়রার (Saira Banu Miscarriage) । আর কোনওদিন সন্তানসুখ পাননি তাঁরা । ১৬ বছরের দাম্পত্য ভেঙে হঠাৎ একদিন দিলীপ কুমার ছেড়ে যান সায়রা বানুকে । বিয়ে করে নেন পাক-তরুণী আসমা রেহমানকে (Asma Rehman)৷ যদিও সে বিয়ে ২ বছরের বেশি টেঁকেনি । আবারও প্রেমের টানে সায়রার কাছে ফিরেছিলেন দিলীপ । ফের বিয়ে করেছিলেন তাঁকে ।
মাত্র ১২ বছরে তৈরি হওয়া মুগ্ধতা কথন যে ভালবাসায় পরিণত হল, তা বুঝেও উঠতে পারেননি সায়রা বানু । স্বপ্নের নায়ককে বাস্তবেও স্বামী হিসাবে পাওয়া তাঁর জীবনের অন্যতম প্রাপ্তি, এ কথা বারবার স্বীকার করেছেন সায়রা । ১৬ বছর বয়সে তিনি দিলীপ কুমার অভিনীত ‘মুঘল-এ আজাম’ ছবির প্রিমিয়ারে উপস্থিত হন সায়রা । তিনি তখন যুবতী, আর দিলীপ কুমার প্রতিষ্ঠিত স্টার! তবে প্রথম সাক্ষাৎ থেকেই সায়রা বানু বিশ্বাস করতেন যে, তিনি একদিন দিলীপ ঘরণী হবেনই৷
advertisement
advertisement
‘ঝুক গয়া আসমান’ (Juhk gaya Asman)ছবিতে সায়রা বানুকে প্রোপোজ করেন দিলীপ সাব (Dilip Saab)। না বলার তো কোনও প্রশ্নই ছিল না ৷ ১৯৬৬-র ১১ অক্টোবর সায়রা বানু ও দিলীপ কুমারের বিয়ে হয় (Dilip Kumar Saira Banu marriage)৷ ৪৪ বছরের দিলীপের নতুন বৌ তখন মাত্র বাইশের । শুরু হল তাঁদের রূপকথার পথচলা । তাঁদের দাম্পত্য যেন চির নবীন, চির যুবতী। এমন আদর্শ দাম্পত্যের উদাহরণ বলিউডে খুব বেশি দেখা যায় না । ৫৪ বছর একে অপরের ভরসার কাঁধ হয়ে ছিলেন তাঁরা । কিন্তু কোনও সন্তান ছিল না তাঁদের ।
advertisement
নিজের আত্মজীবনীতে দিলীপ সাহাব লিখেছিলেন সে কথা । অন্তঃসত্ত্বা অবস্থায় বাথরুমে পড়ে গিয়েছিলেন সায়রা বানু । তাঁর ব্লাড প্রেসার খুব বেশি ছিল । সে কারণেই ৮ মাসের গর্ভস্থ শিশু গর্ভেই মারা যায় । তারপর থেকে আর কখনও সন্তানধারণ করতে পারেননি সায়রা বানু ।
advertisement
২০১২ সালে একবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিলীপ কুমার এ বিষয়ে মুখ খুলেছিলেন । বলেছিলেন, ‘হয়তো খুব ভাল হত আমাদের ছেলেমেয়ে থাকলে । কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়েছি । এ জন্য আমাদের কোনও দুঃখ নেই, অনুশোচনাও নেই । যদি শূন্যতার কথা বলেন, তা হলে সেটা নিয়েও আমাদের মধ্যে অনুযোগ নেই কোনও । আমাদের বিশাল পরিবার । আমার ভাইপো-ভাইঝি, তাঁদের সন্তানাদি রয়েছে । তাঁদের সঙ্গে হাসিতে, মজায় দিন কেটে যায় । সায়রা ছোট পরিবার । তাঁর ভাই সুলতানের ছেলেমেয়ে, নাতি-নাতনিরা রয়েছে । আমরা নিজেদের খুব লাকি মনে করি ।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dilip-Saira: আট মাসে গর্ভের সন্তান নষ্ট হয় সায়রা বানুর, আর কোনওদিন সন্তান সুখ পাননি দিলীপ কুমার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement