Dilip Kumar Funeral: সাদা পোশাকে নিজেকে ঢেকে তাঁর ‘কহিনূর’-এর পাশে ঠায় বসে সায়রা বানু

Last Updated:

যিনি আজও তাঁর ছায়া সঙ্গী, তিনি সায়রা বানু (Saira Banu) । দিলীপ সাহাবের (Dilip Kumar) মাথার কাছে পাথরের মতো বসে রয়েছেন তিনি ।

#মুম্বই: ৫৪ বছরের দাম্পত্য জীবনের এখানেই ইতি হল । তাঁর প্রাণাধিক প্রিয় দিলীপ সাহাবকে হারালেন স্ত্রী সায়রা বানু । তাঁকে আজীবন ‘কহিনূর’ বলে ডাকতেন তিনি । ২২ বছরের বিশাল বয়সের পার্থক্য কোনও দিন দেওয়াল তুলতে পারেনি তাঁদের ভালবাসায় । মৃত্যু শেষ পর্যন্ত চির-বিচ্ছেদ ঘটাল আদর্শ এই জুটির ।
৯৮ বছর বয়সে প্রয়াত হলেন দিলীপ কুমার । ভারতীয় সিনেমার ‘জীবন্ত কিংবদন্তী’ বলা হত তাঁকে । বহুদিন ধরেই ভুগছিলেন তিনি । বুধবার সকালে প্রয়াত হলেন তিনি । শ্বাসকষ্টজনিত সমস্যায় এর মধ্যে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে । বহু বার তাঁর মৃত্যুর গুজবও রটেছিল । কিন্তু সমস্ত গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি । এ বার আর তা হল না । মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে গত ৩০ জুন থেকে ভর্তি ছিলেন তিনি । গতকালও তাঁর স্ত্রী সায়রা বানু জানান, দিলীপ সাহাবের অবস্থার উন্নতি হচ্ছে । কিন্তু শেষ পর্যন্ত জীবন যুদ্ধে জয়ী হতে পারলেন না আর । সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়েও শতক ছোঁয়া হল না দিলীপ সাহাবের ।
advertisement
advertisement
১৯৬৬ সালে ৪৪ বছরের দিলীপের সঙ্গে বাইশের সদ্য তরুণী সায়রার পথ চলা শুরু । একসঙ্গে দীর্ঘ পাঁচ দশক কাটিয়েছেন তাঁরা । একে অপরের ভরসার কাঁধ হয়েছিলেন । এ দিন সকালে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শোকে মূহ্যমান হয়ে পড়ে বলিউড । দিলীপ সাহাবের সঙ্গে সঙ্গে সিনেমার একটা যুগ যেন শেষ হয়ে গেল, এমনটাই বলছেন বিশিষ্টজনরা । মুম্বইয়ে তাঁর বাড়ির সামনে এখন ভিড় উপচে পড়ছে । বিদ্যা বালন থেকে শাহরুখ খান, একের পর এক তারকারা আসছেন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ।
advertisement
আর যিনি আজও তাঁর ছায়া সঙ্গী, তিনি সায়রা বানু । দিলীপ সাহাবের মাথার কাছে পাথরের মতো বসে রয়েছেন তিনি । মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাকে ডাকা । আজও অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন তিনি... চোখে সেই ১২ বছরের কিশোরীর মুগ্ধতা ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dilip Kumar Funeral: সাদা পোশাকে নিজেকে ঢেকে তাঁর ‘কহিনূর’-এর পাশে ঠায় বসে সায়রা বানু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement