হোম /খবর /বিনোদন /
২ মাস ICU-তে ছিল প্রি-ম্যাচিওর সন্তান, অবশেষে ছেলের ছবি সামনে আনলেন দিয়া

Dia Mirza: ২ মাস ICU-তে ছিল প্রি-ম্যাচিওর সন্তান, অবশেষে ছেলের ছবি সামনে আনলেন দিয়া

শুধু সদ্যোজাত নয়, অসুস্থ ছিলেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)-ও। তাঁর গর্ভাবস্থার শেষ পর্যায়ে তাঁর প্রাণহাণির আশঙ্কা তৈরি হয়েছিল, সেই সব কথাও তাঁর পোস্টে জানিয়েছেন তিনি।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। গত ১৪ মে ভূমিষ্ঠ হয়েছে বলিউড অভিনেত্রী দিয়া এবং বৈভব রেখির (Vaibhav Rekhi) প্রথম সন্তান। জন্মের দু'মাস পরে ছেলের ছোট্ট হাতের ছবি দিয়ে সেই খবর জানিয়েছিলেন দিয়া। তার কারণ তাঁর সন্তান জন্ম নিয়েছল সময়ের আগেই । প্রি-ম্যাচিওর হওয়ার কারণে ২ মাস তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (Neonatal ICU)-এ থাকতে হয়েছে । দিয়া মির্জা-বৈভব রেখি ছেলের নাম দিয়েছেন অভিযান আজাদ রেখি (Avyaan Azaad Rekhi)।

আজ বিশ্ব হস্তী দিবস । আর সেই উপলক্ষ্যে ছেলের আরও একটি ছবি শেয়ার করলেন দিয়া । দিয়া একজন প্রকৃতিপ্রেমী ও পরিবেশকর্মী । তাই এমন একটা দিনকে উদযাপন করতে গিয়ে ছেলের মিষ্টি একটা ছবিই শেয়ার করে ফেললেন নায়িকা । ছবিতে দেখা যাচ্ছে, অভিযানের জামার উপর ছোট্ট ছোট্ট মিশ্টি হাতির ছবি আঁকা । ইনস্টা স্টোরিতে এই ছবি শেয়ার করে দিয়া লিখলেন, ‘আমরা বিশ্ব হস্তী দিবস উদযাপন করছি ।’ সঙ্গে দিলেন পৃথিবী, হাতি আর একটি সূর্যের ইমোজিও ।

এ বছর ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া ৷ সাহিল সঙ্ঘের সঙ্গে এগারো বছরের দাম্পত্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এটা দিয়ার দ্বিতীয় বিয়ে৷ এপ্রিল মাসে নায়িকা জানান, তিনি মা হতে চলেছেন ৷ ‘রহেনা হ্যায় তেরে দিল মেঁ-সহ বহু জনপ্রিয় ও বক্স অফিস সফল ছবির নায়িকা দিয়াকে শেষ বার দেখা গিয়েছে ‘থাপ্পড়’ ছবিতে ৷

বৈভবেরও এটা দ্বিতীয় বিয়ে । আগের স্ত্রী সুনয়নার সঙ্গে বিচ্ছেদের পর দিয়া’কে বিয়ে করেছেন বৈভব । আগের পক্ষের তাঁর একটি মেয়েও আছে । সদ্য ১২ বছরে পা দিয়েছে সুনয়না ও বৈভবের মেয়ে সামাইরা । মালদ্বীপে দিয়ার সঙ্গে হনিমুনে যাওয়ার সময় সামাইরাকে নিয়েই গিয়েছিলেন বৈভব । ফিরে এসে দুই পরিবার একসঙ্গে ঘটা করে মেয়ের জন্মদিনও পালন করেছিলেন ।

তবে অভিযানের জন্মের সময় বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন দিয়া । দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয় তাঁকে । ছেলের জন্মের দু’মাস পর দিয়া ইনস্টাগ্রামে লেখেন, "আমাদের ছেলে অভিযান ১৪ মে ভূমিষ্ঠ হয়। সময়ের অনেকটা আগেই পৃথিবীর আলো দেখে সে। তারপর থেকে আমাদের ছোট্ট মিরাক্যাল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। চিকিৎসক, নার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁকে সুস্থ করে তোলার জন্য।’’

শুধু সদ্যোজাত নয়, অসুস্থ ছিলেন অভিনেত্রীও। তাঁর গর্ভাবস্থার শেষ পর্যায়ে তাঁর প্রাণহাণির আশঙ্কা তৈরি হয়েছিল, সেই সব কথাও তাঁর পোস্টে জানিয়েছেন তিনি। দিয়া লেখেন, "আচমকাই আমার অ্যাপেন্ডিক্সে সমস্যা শুরু হয়, তার সঙ্গে সাংঘাতিক রকমের ব্যাকটেরিয়ার সংক্রমণে সেপসিস হয়ে যাচ্ছিল, যাতে আমার প্রাণহাণির আশঙ্কা ছিল। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তৎক্ষণাৎ সিজারের (emergency C-section) সিধান্ত নেন, সন্তানকে সুস্থ রাখতে। এরপর ১৪ তারিখে সে পৃথিবীর আলো দেখে।"

দিয়া মির্জা আরও লিখেন, এত খারাপ সময়ের মধ্যেও ছেলের মুখের দিকে তাকিয়েই সমস্ত শক্তি পাচ্ছেন তাঁরা। সেই সমস্ত শক্তির উৎস। তিনি এই পোস্টেই তাঁকে এবং অভিযানকে যাঁরা সুস্থ করে তুলেছেন, তাঁদের সকলকে ধন্যবাদও জানিয়েছিলেন।

Published by:Simli Raha
First published:

Tags: Avyaan Azaad Rekhi, Dia Mirza, Vaibhav Rekhi