‘আবারও আমি আদর্শ প্রেমিক’, তুহিনার সঙ্গে রোম্যান্স করবেন ‘মনের মানুষ’-এর দেবতনু

Last Updated:

তা হলে কি দেবতনু (DevTanu) সব জায়গাতেই আদর্শ প্রেমিক ? রিয়েল লাইফে কতটা ? উত্তর দিলেন ‘অপরাজিতা’র সাহেব ।

#কলকাতা: বাবা-মেয়ের জটিল সম্পর্কের রসায়ন । আর তারই মাঝে গালের খাঁজে রাখা এলাচ দানার মতো, আদর্শ প্রেমিক হয়ে ঢুকে পড়েছেন গল্পের নায়ক দেবতনু (DevTanu) । গত বছর পুজোর সময় যাঁর ‘মনের মানুষ’ (Moner Manush) তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । সেখানেও তিনি ছিলেন মেয়েদের চোখে ‘আইডিয়াল বয়ফ্রেন্ড’ ।
আসছে নতুন ছবি ‘অপরাজিতা’ (Aparajita)। রোহন সেনের এই ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)-এর মেয়ে হয়েছেন তুহিনা দাস (Tuhina Das) । তিনিই নাম ভূমিকায় । তুহিনার বয়ফ্রেন্ড দেবতনু । তুহিনা শান্তিলাল ছাড়াও ছবিতে রয়েছেন অমৃতা দে, দেবতনু ও রানা বসু ঠাকুর ৷ সবে শেষ হয়েছে ছবির শ্যুটিং । এখন চলছে পোস্ট প্রোডাকশন ।
advertisement
গল্পের নায়ক দেবতনু নিউজ১৮ বাংলার সঙ্গে কথা বললেন তাঁর চরিত্র নিয়ে । গত বছরের ‘মনের মানুষ’-এর পর থেকেই তিনি ইন্ডাস্ট্রিতে বেশ পোক্ত জায়গা বানিয়েছেন নিজের । তাঁর ‘ফ্ল্যাটমেট’ মুক্তি পেয়েছে সদ্য । এখন হাতে রয়েছে রাজা চন্দ’র ‘কাটাকুটি’ আর ‘অপরাজিতা’ । পুজোর পর হয়তো আরও একটি ফিউজারিস্টিক ওয়েব ছবিতে দেখা যাবে দেবতনু’কে । পরিচালক অভিষেক চৌধুরি ।
advertisement
advertisement
কেমন লাগল ‘অপরাজিতা’য় কাজ করে? দেবতনু’কে মুঠোফোনে ধরতেই উচ্ছ্বাস তাঁর গলায় । জানালেন, ‘অনেক অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করলাম । অনুভূতিটাই আলাদা । অনেক কিছু শেখা যায় । এই চরিত্রটা একেবারে প্রেমিক চরিত্র । যেমন বয়ফ্রেন্ড মেয়েরা চায় ।’
তা হলে কি দেবতনু সব জায়গাতেই আদর্শ প্রেমিক ? রিয়েল লাইফে কতটা ? এই প্রশ্নে অবশ্য সাবধানে পা ফেললেন অভিনেতা । প্রচণ্ড হাসতে হাসতে তাঁর উত্তর, ‘সেটা তো ক্রমশ প্রকাশ্য । আমি আদর্শ কিনা সেটা তো আমি বলতে পারি না । আর আদর্শ হওয়াটা একেক জনের কাছে একেক রকম । জীবনের শর্ত গুলো মিলে গেলে তবেই তো আদর্শ হওয়া যায় । তবে আমি আদর্শ প্রেমেই বিশ্বাস করি । আজ আছি, কাল নেই...এটা ঠিক হজম হয় না ।’
advertisement
এ ছবির পরিচালক রোহন সেন । দেবতনু’কে ফোন করে হঠাৎই একদিন অফারটা দেন রোহন । ‘পরিচালকের চোখ দিয়ে দেখেই গল্পটাকে ভালবেসে ফেলেছিলাম । ২১ বছরের ছোট্ট পরিচালক । সবে ইন্ডাস্ট্রিতে এসেছে রোহন । কিন্তু ওঁর চিন্তাভাবনা কী প্রচণ্ড ক্লিয়ার । ওঁর মুখ থেকে গল্পটা শুনে আর না করতে পারিনি’’, এমনটাই জানালেন দেবতনু । তবে ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে প্রতিযোগিতায় তিনি বিশ্বাস করেন না। নিজে নতুন, আলাদারকম, ভাল ভাল কাজ করে যেতে চান শুধু, অকপট জানালেন অভিনেতা ।
advertisement
‘অপরাজিতা’র গল্প বেশ জটিল আর সূক্ষ সম্পর্কের রসায়নের উপর ভিত্তি করে তৈরি । বাবা আর মেয়ের সম্পর্ক ভাল নয় । তাঁদের মধ্যে কোনও কথা হয় না । শুধু একটা ডায়রির মাধ্যমে তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে । অপরাজিতা একজন স্বাধীন মহিলা যে একটি কর্পোরেট কোম্পানিতে চাকরি করে। অপরাজিতার একটি সম্পর্ক রয়েছে। বয়ফ্রেন্ডের কাছে সে তাঁর রাগ , দুঃখ, অভিমান প্রকাশ করতে পারে। দেবতনু’র নাম এখানে ‘সাহেব’ ।
advertisement
অপরাজিতার বড় দিদি বিদেশে থাকে । সাহেব বা তাঁর দিদি কেউই অপরাজিতার সঙ্গে তাঁর বাবার সম্পর্ক ঠিক করতে পারে না। গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে ৷ শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয়, তা নিয়েই এই ছবি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আবারও আমি আদর্শ প্রেমিক’, তুহিনার সঙ্গে রোম্যান্স করবেন ‘মনের মানুষ’-এর দেবতনু
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement