দেশে পৌঁছলেন দীপবীর, এবার থেকে দীপিকার ঠিকানা বদল ! নতুন বাড়িতে দেখুন তাঁদের ভিডিও
Last Updated:
#মুম্বই: ইতালিতে বিয়ে সেরে ফেলেছেন ৷ অনেক অপেক্ষার পর বিয়ের ছবিও দেখেছে গোটা দেশ ৷ এবার দেশে ফিরলেন দীপবীর ৷ এয়ারপোর্ট থেকেই তাঁদের একঝলক পেতে উপচে পড়ছিল ফ্যানদের ভিড় ৷ সেখান থেকে সোজা শ্বশুরবাড়িতে দীপিকা ৷ এবার থেকে তো তাঁর ঠিকানা বদল ৷ শ্বশুরবাড়ি থেকেই মিলল তাঁর দর্শন ৷ পাশে স্বামী রণবীর ৷ বন্ধুত্ব থেকে প্রেম ৷ সেই প্রেমের পরিণতি হল বিয়ে ৷
বিয়ের পর একেবারে সাধারণ মেয়েদের মতোই লাজে রাঙা দীপিকা ৷ স্বামীকে পাশে নিয়ে নায়িকা সুলভভাবেই হাত নাড়লেন ৷ পোজ দিলেন ফটোর জন্য ৷ সিঁথিতে তাঁর চওড়া করে সিঁদুর ৷ চোখে মুখে একটা আলাদাই উজ্জ্বলতা ৷ একেবারে পাশের বাড়ির নতুন বউয়ের মতই মনে হল দীপিকাকে ৷ তুলনায় রণবীর অনেকটা অন্যরকম ৷ কোন রকম ছেলে খেলা নয়, এই রণবীরকে দেখেই মনে হচ্ছে তিনি একেবারে 'রেসপনসেবল ম্যান' ! দেখুন ভিডিও
advertisement
WATCH: Ranveer Singh and Deepika Padukone at Ranveer Singh's residence in Mumbai. They got married earlier this week in Italy's Lombardy pic.twitter.com/kgaiq87WTO
— ANI (@ANI) November 18, 2018
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2018 11:11 AM IST