Deepika Padukone: নিজেকে আউটস্ট্যান্ডিং প্রমাণ করতে ছবি দিলেন দীপিকা! কী রয়েছে সেই ছবিতে?
- Published by:Raima Chakraborty
Last Updated:
আগামীতে দীপিকাকে (Deepika Padukone) দেখা যাবে শাকুন বাত্রার (Shakun Batra) নতুন প্রজেক্টে।
#মুম্বই: সম্প্রতি বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) Instagram-এ তার ফ্যানদের সঙ্গে নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছেন। বলিউড সুন্দরী Instagram-এ একটি স্নিপেট ভিডিওর মাধ্যমে নিজের শৈশবকালের মুহূর্তগুলোকে শেয়ার করেছেন। ওই স্নিপেট ভিডিয়োতে অন্য সময় দেওয়া একটি ইন্টারভিউয়ের অংশ জুড়ে দিয়েছেন তিনি, যেখানে দীপিকা বলছেন, “যতদূর মনে পড়ছে, ছোটবেলায় বা স্কুলে পড়ার সময় সাধারণত ক্লাসের বাইরে থাকাটাই পছন্দ করতাম।”
এই ভিডিওতে ইন্টারভিউয়ের সঙ্গে দীপিকার ছোটবেলার ছবি দেখা যাচ্ছে। ভিডিওতে এক ঝলকে ছোট্ট দীপিকাকে একটি ছবিতে দেখা যাচ্ছে স্কুলে খেলা করতে, অন্য আরেকটিতে স্পোর্টস কম্পিটিশনে ট্রফি হাতে।
advertisement
advertisement
দীপিকা ছোটবেলায় তাঁর বাবা প্রকাশ পাডুকোনের (Prakash Padukone) মতোই ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। পরবর্তীতে মাত্র ১৬ বছর বয়সে তিনি ফ্যাশন এবং মডেলিং ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তবে অভিনেত্রী হিসেবে দীপিকাকে বলিউডের পর্দায় প্রথম দেখা যায় ২০১৭ সালে শাহরুখ খানের (Shah Rukh Khan) বিপরীতে ওম শান্তি ওম (Om Shanti Om) ছবিতে অভিনয় করতে। ছবিটি পরিচালনার দ্বায়িত্বে ছিলেন ফারহা খান (Farah Khan)।
advertisement
ওম শান্তি ওম ছবির সাফল্যের পর দীপিকাকে আর ঘুরে তাকাতে হয়নি, ইন্ডাস্ট্রিকে একের পর এক ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়ে দীপিকা হয়ে উঠেছেন বলিউডের অন্যতম হাইয়েস্ট-পেইড অভিনেত্রী। এখানেই শেষ নয় এরপর দীপিকা পাড়ি জমিয়েছেন হলিউডেও। অভিনয় করেছেন আমেরিকান অ্যাকশন ড্রামা xXx: রিটার্ন অফ এক্সেন্ডার কেজ (xXx: Return of Xander Cage) ছবিতে।
advertisement
আগামীতে দীপিকাকে দেখা যাবে শাকুন বাত্রার (Shakun Batra) নতুন প্রজেক্টে। যদিও এই ছবির নাম এখনও ঠিক হয়নি। সম্প্রতি এই ছবি ছাড়াও অভিনেত্রীর ঝুলিতে রয়েছে আরও অন্যান্য বেশ কিছু প্রজেক্ট যেমন ৮৩ (83), ফাইটার (Fighter), পাঠান (Pathan) ইত্যাদি। এছাড়াও ২০১৫ সালে হলিউডের হিট মুভি ন্যান্সি মায়ার্সের ( Nancy Meyers) একটি ইন্ডিয়ান ভার্সন ছবি তৈরির কথাও ভাবা হয়েছে, যেখানে দেখা যেতে পারে অভিনেতা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2021 11:07 PM IST