JNU ক্যাম্পাসে গিয়ে ঐশীর মুখোমুখি দীপিকা, দেখুন ছবি ও ভিডিও

Last Updated:
#নয়াদিল্লি: জ্বলছে দেশ...পথে নামছে লক্ষ কোটি মানুষ...গর্জে উঠছে প্রসাশনের রক্তচক্ষুর সামনে...পুলিশের লাঠিকে অমান্য করছে হাসিমুখে ৷ রবিবার রাতে JNU ক্যাম্পাসে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনার প্রতিবাদে ধিক্কার ধ্বনি উঠছে আসুমদ্রহিমাচলে ৷
পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার সোজা JNU-তে পৌঁছে গেলেন স্বয়ং দীপিকা পাড়ুকোন ৷ কোনও কথা নয়, কোনও বক্তব্য নয় ৷ নতমস্তকে ঠায় দাঁড়িয়ে রইলেন পড়ুয়াদের পাশে ৷ বুঝিয়ে দিলেন, লম্বা চওড়া ডায়লগ নয়, শুধুমাত্র পড়ুয়াদের উপর ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ করতেই তাঁদের পাশে দাঁড়াতে এসেছেন তিনি ৷ JNU-র সবরমতী টি-স্টলের সামনে পড়ুয়াদের জমায়েতে মিনিট দশেক ছিলেন তিনি ৷ এরপরেই দেখা করেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে ৷
advertisement
রবিবার রাতের হামলায় যিনি গুরুতর জখম হয়েছিলেন ৷ উন্মত্ত দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফেটে গিয়েছিল বাংলার এই দাপুটে কন্যার ৷ তবে হাল ছাড়েননি ৷ ২৪ ঘণ্টা পেরনোর আগেই ১৬টি সেলাই নিয়ে ফিরে এসেছিলেন প্রতিবাদ মঞ্চে ৷ JNU গিয়ে সেই ঐশীর সঙ্গে দেখা করতে ভুললেন না দীপিকা ৷ শুধু তাই নয়, দুই হাত জোড় করে বিনম্র নমস্কার জানান এই অগ্নিকন্যাকে ৷
advertisement
advertisement
যে ছবি সামনে আসার পর থেকেই এক বাক্যে নায়িকাকে কুর্নিশ জানাতে ভুলল না দেশ ৷ কেউ লিখছেন, ‘প্রাউড অব ইউ’ ৷ কেউ লিখছেন, ‘সাহস আছে এই মেয়ের ৷’ কেউ বা লিখছেন, ‘কাপূর-খান-বচ্চনরা দেখুন, একজনের অন্তত শিরদাঁড়াটা সোজা রয়েছে ৷’
advertisement
advertisement
সামনেই মুক্তি পেতে চলেছে এ বছরের অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘ছপক’ ৷ বিয়ের পর ফের এই ছবি দিয়েই বড় পর্দায় ফিরছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই বিজেপির ক্ষোভে মুখে পড়েছেন নায়িকা ৷ বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা ট্যুইট করে দীপিকা পাড়ুকোনের সিনেমা বয়কট করার ডাক দিয়েছেন ৷
advertisement
JNU কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব ছিল প্রায় গোটা বলিউড ৷ অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে শুরু করে দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনিলিয়া ডিস্যুজার মতো নামি-দামী বলিউড তারকারা গর্জে উঠেছেন ৷ প্রতিবাদের সুরে ভেসেছেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজের মতো বলিউডের পরিচালকেরা ৷ কিন্তু অন্যদিকে, এখনও মুখ খুলতে দেখা যায়নি বলিউডের তিন খানকে ৷ মুখে কুলুপ এঁটেছেন কাপূর ও বচ্চন পরিবারের সবাই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
JNU ক্যাম্পাসে গিয়ে ঐশীর মুখোমুখি দীপিকা, দেখুন ছবি ও ভিডিও
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement