JNU ক্যাম্পাসে গিয়ে ঐশীর মুখোমুখি দীপিকা, দেখুন ছবি ও ভিডিও

Last Updated:
#নয়াদিল্লি: জ্বলছে দেশ...পথে নামছে লক্ষ কোটি মানুষ...গর্জে উঠছে প্রসাশনের রক্তচক্ষুর সামনে...পুলিশের লাঠিকে অমান্য করছে হাসিমুখে ৷ রবিবার রাতে JNU ক্যাম্পাসে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনার প্রতিবাদে ধিক্কার ধ্বনি উঠছে আসুমদ্রহিমাচলে ৷
পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার সোজা JNU-তে পৌঁছে গেলেন স্বয়ং দীপিকা পাড়ুকোন ৷ কোনও কথা নয়, কোনও বক্তব্য নয় ৷ নতমস্তকে ঠায় দাঁড়িয়ে রইলেন পড়ুয়াদের পাশে ৷ বুঝিয়ে দিলেন, লম্বা চওড়া ডায়লগ নয়, শুধুমাত্র পড়ুয়াদের উপর ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ করতেই তাঁদের পাশে দাঁড়াতে এসেছেন তিনি ৷ JNU-র সবরমতী টি-স্টলের সামনে পড়ুয়াদের জমায়েতে মিনিট দশেক ছিলেন তিনি ৷ এরপরেই দেখা করেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে ৷
advertisement
রবিবার রাতের হামলায় যিনি গুরুতর জখম হয়েছিলেন ৷ উন্মত্ত দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফেটে গিয়েছিল বাংলার এই দাপুটে কন্যার ৷ তবে হাল ছাড়েননি ৷ ২৪ ঘণ্টা পেরনোর আগেই ১৬টি সেলাই নিয়ে ফিরে এসেছিলেন প্রতিবাদ মঞ্চে ৷ JNU গিয়ে সেই ঐশীর সঙ্গে দেখা করতে ভুললেন না দীপিকা ৷ শুধু তাই নয়, দুই হাত জোড় করে বিনম্র নমস্কার জানান এই অগ্নিকন্যাকে ৷
advertisement
advertisement
যে ছবি সামনে আসার পর থেকেই এক বাক্যে নায়িকাকে কুর্নিশ জানাতে ভুলল না দেশ ৷ কেউ লিখছেন, ‘প্রাউড অব ইউ’ ৷ কেউ লিখছেন, ‘সাহস আছে এই মেয়ের ৷’ কেউ বা লিখছেন, ‘কাপূর-খান-বচ্চনরা দেখুন, একজনের অন্তত শিরদাঁড়াটা সোজা রয়েছে ৷’
advertisement
advertisement
সামনেই মুক্তি পেতে চলেছে এ বছরের অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘ছপক’ ৷ বিয়ের পর ফের এই ছবি দিয়েই বড় পর্দায় ফিরছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই বিজেপির ক্ষোভে মুখে পড়েছেন নায়িকা ৷ বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা ট্যুইট করে দীপিকা পাড়ুকোনের সিনেমা বয়কট করার ডাক দিয়েছেন ৷
advertisement
JNU কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব ছিল প্রায় গোটা বলিউড ৷ অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে শুরু করে দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনিলিয়া ডিস্যুজার মতো নামি-দামী বলিউড তারকারা গর্জে উঠেছেন ৷ প্রতিবাদের সুরে ভেসেছেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজের মতো বলিউডের পরিচালকেরা ৷ কিন্তু অন্যদিকে, এখনও মুখ খুলতে দেখা যায়নি বলিউডের তিন খানকে ৷ মুখে কুলুপ এঁটেছেন কাপূর ও বচ্চন পরিবারের সবাই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
JNU ক্যাম্পাসে গিয়ে ঐশীর মুখোমুখি দীপিকা, দেখুন ছবি ও ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement