#নয়াদিল্লি: জ্বলছে দেশ...পথে নামছে লক্ষ কোটি মানুষ...গর্জে উঠছে প্রসাশনের রক্তচক্ষুর সামনে...পুলিশের লাঠিকে অমান্য করছে হাসিমুখে ৷ রবিবার রাতে JNU ক্যাম্পাসে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনার প্রতিবাদে ধিক্কার ধ্বনি উঠছে আসুমদ্রহিমাচলে ৷পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার সোজা JNU-তে পৌঁছে গেলেন স্বয়ং দীপিকা পাড়ুকোন ৷ কোনও কথা নয়, কোনও বক্তব্য নয় ৷ নতমস্তকে ঠায় দাঁড়িয়ে রইলেন পড়ুয়াদের পাশে ৷ বুঝিয়ে দিলেন, লম্বা চওড়া ডায়লগ নয়, শুধুমাত্র পড়ুয়াদের উপর ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ করতেই তাঁদের পাশে দাঁড়াতে এসেছেন তিনি ৷ JNU-র সবরমতী টি-স্টলের সামনে পড়ুয়াদের জমায়েতে মিনিট দশেক ছিলেন তিনি ৷ এরপরেই দেখা করেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে ৷
#WATCH Delhi: Deepika Padukone greets Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh at the university, during protest against #JNUViolence. (earlier visuals) pic.twitter.com/aFzIF10HI2
— ANI (@ANI) January 7, 2020
Kudos @deepikapadukone for showing spine and compassion and showing up in solidarity with JNU students who are victims of violence and mob attacks. pic.twitter.com/HRxDK0qHQ3 — barkha dutt (@BDUTT) January 7, 2020
We love you Super-Mega Star @deepikapadukone. 'Spine is not for sale'#Deepika
— Binil Pothen Babu (@binilpothen) January 7, 2020
Good on you @deepikapadukone — Swara Bhasker (@ReallySwara) January 7, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aishe Ghosh, Deepika padukone, JNU, JNU Protest, JNU Ransack, JNU Violence