চোখের জলে ভাসছে নতুন-পুরনো বলিউড, ইরফান খানের মৃত্যুতে শোক গোটা দেশে

Last Updated:

২০১৮ সাল থেকেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ইরফান। জীবন যেন করতলে রাখা আমলকি, লড়তে লড়তে হাসতেন সেভাবেই।

#মুম্বই: মাত্র চার দিন আগে মারা গিয়েছিলেন তাঁর মা। আজ, বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড অভিনেতা ইরফান খানও। প্রিয় অভিনতার মৃত্যুতে গোটা দেশেই শোকের ছায়া। বলি অভিনেতা থেকে রাজনৈতিক নেতা, ইরফানের মৃত্যুতে শোকে মুহ্যমান সকলেই।
জয়পুরের দামাল ছেলে ইরফান আসলে দেহ মনে ছিলেন এক ক্রিকেটার। সুযোগ মিলেছিল সিকে নাইডু ট্রফিতে খেলার। প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পেয়েও খেলা চালিয়ে যেতে পারেননি। একটা দরজা বন্ধ হলে খুলে যায় আরেকটা দরজা। ন্যাশানাল স্কুল অফ ড্রামায় পড়ার সুযোগ পান ইরফান। সেই সাফল্যের যাত্রাটা শুরু। আক্ষেপ একটাই , বড় তাড়াতাড়ি চলে গেলেন ইরফান। তাঁর মৃত্যুকে বিশ্ব সিনেমার ক্ষতি বলেই মনে করছেন অমিতাভ বচ্চন।
advertisement
তিনি আজ টুইটারে লিখেছেন, "ইরফান আমাদের বড় তাড়াতাড়ি ছেড়ে চলে গেল। একটা বড় শূন্যতা তৈরি করে দিল এই মৃত্যু। ইরফান খুব উদার সহকর্মী ছিলেন, আর ওঁর প্রতিভা ছিল আকাশচুম্বী।"
advertisement
advertisement
ইরফানের মৃত্যুতে মুছেছে রাজনীতির দূরত্বও। দলমত নির্বিশেষে বহু হেভিওয়েট নেতামন্ত্রীও শেষ শ্রদ্ধা জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি স্তম্ভিত ওঁর চলে যাওয়ার খবরে। ওঁর কাজ আমাদের হৃদয়ে থাকবে। আমি ওঁর আত্মার শান্তি কামনা করি।" শেষশ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধিও।
advertisement
বলিউডের তরুণ অভিনেতা অভিনেত্রীদের চোখেও জল ইরফানের চলে যাওয়ায়। তাপসী পান্নু টুইটারে লিখছেন, "এই লকডাইনে আমরা ভাবছিলাম এর থেকে খারাপ কিছু হতে পারে না। তখন জানতে পারলাম আপনি আর নেই। আমার মনে হয় আমি কখনও ভেবেই উঠতে পারব না যে আপনি নেই। আমি সবসময়ে জানব আমাদের পাশেই আছেন আপনি। প্রিয় ইরফান আপনি ছিলেন সবার সেরা।"
advertisement
advertisement
ইরফানের মৃত্যুতে চোখে জল দীর্ঘদীনের বন্ধু অজয় দেবগনের চোখেও জল। ইরফানের পরিবারের প্রতি নিজের সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
advertisement
কমল হাসানেরও আক্ষেপ এক। লিখছেন, এত তাড়াতাড়ি চলে গেলেন ইরফান! আমি চেয়েছিলাম, আপনি আরও অনেকগুলো দিন থাকুন।
২০১৮ সাল থেকেই কোলন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ইরফান। জীবন যেন করতলে রাখা আমলকি, লড়তে লড়তে হাসতেন সেভাবেই। বলতেন, এই প্রথম তারিয়ে তারিয়ে জীবনের স্বাদ উপভোগ করছি। চেরির স্বাদগ্রহণ এত তাড়াতাড়ি ফুরলো ইরফান!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চোখের জলে ভাসছে নতুন-পুরনো বলিউড, ইরফান খানের মৃত্যুতে শোক গোটা দেশে
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement