#মুম্বই: মেঘনা গুলজার পরিচালিত, দীপিকা পাড়ুকোন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'ছপক'-এর মুক্তি ঘিরে জল ঘোলা হয়েছিল। ছবির মুক্তি আটকাতে চেয়ে মামলা করেন লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনযুদ্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছে মেঘনা গুলজার পরিচালিত 'ছপক'। ছবিটি বানানোর ক্ষেত্রে অপর্ণা ভাটের বহু অনুদান রয়েছে, তিনি নানাভাবে মেঘনা গুলজার, দীপিকা সহ গোটা ফিল্ম ইউনিটকেই সাহায্য করেছেন। কিন্তু ছবির টাইটেল কার্ডে কোথাও অপর্ণা ভাটের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। সেই কারণেই মামলা করেন অপর্ণা।
মামলার শুনানিতে অতিরিক্ত সিনিয়র সিভিল বিচারপতি ডঃ পঙ্কজ শর্মা অপর্ণা ভাটের পক্ষে রায় দেন। 'ছপক'-এর পরিচালক মেঘনা গুলজার ও প্রযোজনা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়, ছবিতে অবদানের জন্য ছবির ক্রেডিট রোলে অপর্ণা ভাটের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনযুদ্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছে মেঘনা গুলজার পরিচালিত 'ছপক'। লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের ৷ চরিত্রের নাম মালতি৷। ছবির মূল বিষয় লক্ষ্মীর জীবন, অথচ ছবিতে কোথাও তাঁকে কৃতজ্ঞতা জানানো হয়নি, এই বিষয়টিতে ক্ষুদ্ধ আইনজীবী অপর্ণা ভাট। তিনি সুবিচার চেয়ে মামলা করেন আদালতে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন দীপিকা পাডুকন৷ JNU-এর বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে, পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানান 'ছপক' অভিনেত্রী। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে প্রচারে নামতে শুরু করেন বেশ কিছু মানুষ৷ ইতিমধ্যেই বিজেপির ক্ষোভে মুখে পড়েছেন নায়িকা ৷ বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা ট্যুইট করে দীপিকা পাড়ুকোনের সিনেমা বয়কট করার ডাক দিয়েছেন ৷
JNU কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব ছিল প্রায় গোটা বলিউড ৷ অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে শুরু করে দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনিলিয়া ডিস্যুজার মতো নামি-দামী বলিউড তারকারা গর্জে উঠেছেন ৷ প্রতিবাদের সুরে ভেসেছেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজের মতো বলিউডের পরিচালকেরা ৷ কিন্তু অন্যদিকে, এখনও মুখ খুলতে দেখা যায়নি বলিউডের তিন খানকে ৷ মুখে কুলুপ এঁটেছেন কাপুর ও বচ্চন পরিবারের সবাই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhapaak, Delhi court verdict