শুরু হয়ে গেল দিল বেচারার কাউন্টডাউন! আর কয়েক ঘণ্টা পরই শেষবারের মত পর্দায় সুশান্ত সিং রাজপুত

Last Updated:

সুশান্তের মৃত্যুর কিছুদিন পরই ছবি মুক্তির কথা জানিয়ে দেন পরিচালক৷ সেই দিনটিও এসে গিয়েছে৷ শুরু হয়েছে সময় গোণা৷ শেষবারের মতো দর্শকদের জন্য পর্দায় উঠে আসবেন সুশান্ত৷

#মুম্বই: শেষবারের মত পর্দায় আসছেন সুশান্ত সিং রাজপুত৷ শেষবারের মতো নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ শেষবারের মত ভক্তদের সামনে আসবেন সুশান্ত৷ এরপর আর কখনওই তাঁকে আর দেখা যাবে না নতুন কোনও ভূমিকায়৷ হতাশ সব সিনেপ্রেমীরাই৷ সুশান্তের শেষ ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা৷ ডিজনি হটস্টারে এই ছবি দেখা যাবে, এ কথা সকলেই জেনে গিয়েছেন এতদিনে৷ এবং এই ছবি দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে৷ অর্থাৎ যাঁর কাছে হটস্টারের কোনও সাবস্ক্রিপশন নেই, তিনিও এই ছবি দেখতে পারবেন৷ প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ছবির পরিচালক-প্রযোজক৷ এখন শুরু হয়েছে কাউন্টডাউন, ছবি মুক্তির৷ আজ, ২৪ জুলাই, দেখা যাবে এই ছবি৷
জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ সুশান্তের বিপরীতে রয়েছেন নতুন নায়িকা সঞ্জনা সাংভি ৷ পরিচালক মুকেশ ছাবড়া এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি বড়পর্দায় না হয়ে ২৪ জুলাই হটস্টার-ডিজনিতেই মুক্তি পেতে চলেছে ৷
advertisement
advertisement
advertisement
সুশান্তের মৃত্যুর কিছুদিন পরই ছবি মুক্তির কথা জানিয়ে দেন পরিচালক৷ সেই দিনটিও এসে গিয়েছে৷ শুরু হয়েছে সময় গোণা৷ শেষবারের মতো দর্শকদের জন্য পর্দায় উঠে আসবেন সুশান্ত৷ সময়টা সন্ধে ৭.৩০৷ তখন থেকেই ডিজনি হটস্টারে শুরু হবে দিল বেচারার স্ট্রিমিং৷ তবে ছবিটি প্রথমদিন মিস করে গেলেও পরে দেখতে পারবেন সকলে৷ এই ছবি দেখেই সুশান্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন সকলে৷
advertisement
advertisement
গোটা দেশের মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যু ৷ সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতার যে পরিণতি এ রকম হবে তা মানাই যায় না ৷ ফিল্মের কেরিয়ারে মাত্র ১১ টা ছবি করেই চলে গেলেন সুশান্ত ৷ মুক্তি দেখা হল না তাঁর ১২ নম্বর ছবি ‘দিল বেচারা’-র ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুরু হয়ে গেল দিল বেচারার কাউন্টডাউন! আর কয়েক ঘণ্টা পরই শেষবারের মত পর্দায় সুশান্ত সিং রাজপুত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement