#মুম্বই: শেষবারের মত পর্দায় আসছেন সুশান্ত সিং রাজপুত৷ শেষবারের মতো নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ শেষবারের মত ভক্তদের সামনে আসবেন সুশান্ত৷ এরপর আর কখনওই তাঁকে আর দেখা যাবে না নতুন কোনও ভূমিকায়৷ হতাশ সব সিনেপ্রেমীরাই৷ সুশান্তের শেষ ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা৷ ডিজনি হটস্টারে এই ছবি দেখা যাবে, এ কথা সকলেই জেনে গিয়েছেন এতদিনে৷ এবং এই ছবি দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে৷ অর্থাৎ যাঁর কাছে হটস্টারের কোনও সাবস্ক্রিপশন নেই, তিনিও এই ছবি দেখতে পারবেন৷ প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ছবির পরিচালক-প্রযোজক৷ এখন শুরু হয়েছে কাউন্টডাউন, ছবি মুক্তির৷ আজ, ২৪ জুলাই, দেখা যাবে এই ছবি৷
জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ সুশান্তের বিপরীতে রয়েছেন নতুন নায়িকা সঞ্জনা সাংভি ৷ পরিচালক মুকেশ ছাবড়া এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি বড়পর্দায় না হয়ে ২৪ জুলাই হটস্টার-ডিজনিতেই মুক্তি পেতে চলেছে ৷
সুশান্তের মৃত্যুর কিছুদিন পরই ছবি মুক্তির কথা জানিয়ে দেন পরিচালক৷ সেই দিনটিও এসে গিয়েছে৷ শুরু হয়েছে সময় গোণা৷ শেষবারের মতো দর্শকদের জন্য পর্দায় উঠে আসবেন সুশান্ত৷ সময়টা সন্ধে ৭.৩০৷ তখন থেকেই ডিজনি হটস্টারে শুরু হবে দিল বেচারার স্ট্রিমিং৷ তবে ছবিটি প্রথমদিন মিস করে গেলেও পরে দেখতে পারবেন সকলে৷ এই ছবি দেখেই সুশান্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন সকলে৷
View this post on Instagramउसके बारे में था में बात करना बड़ा मुश्किल होता है क्योंकि वो है साथ में
গোটা দেশের মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যু ৷ সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতার যে পরিণতি এ রকম হবে তা মানাই যায় না ৷ ফিল্মের কেরিয়ারে মাত্র ১১ টা ছবি করেই চলে গেলেন সুশান্ত ৷ মুক্তি দেখা হল না তাঁর ১২ নম্বর ছবি ‘দিল বেচারা’-র ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dil Bechara, Sushant singh Rajput