#MeeToo:‘নওয়াজউদ্দিনের সঙ্গে উত্তেজক দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল’, বিস্ফোরক চিত্রাঙ্গদা

Last Updated:

এবার সেই তালিকায় যোগ হল আরও এক পরিচালকের নাম ৷ ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর পরিচালক কুশান নন্দীর বিরুদ্ধে মুখ খুললেন বলি-নায়িকা চিত্রাঙ্গদা সিং ৷

#মুম্বই: #MeeToo-র আঘাতে ক্ষতবিক্ষত বলিউড ৷ একটার পর একটা আক্রমণ ৷ বহু বছরের চেপে রাখা কথাগুলো তীক্ষ্ণ ছুরির ফলার মতো আঘাত শানাচ্ছে বলিপাড়ার বুকে ৷ বাদ যাচ্ছেন না কেউই ৷ কখনও নায়ক, গায়ক, অভিনেতা, পরিচালক, প্রযোজক... খসে পড়ছে একেকটা ভণ্ড মুখোশ ৷ এবার সেই তালিকায় যোগ হল আরও এক পরিচালকের নাম ৷ ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর পরিচালক কুশান নন্দীর বিরুদ্ধে মুখ খুললেন বলি-নায়িকা চিত্রাঙ্গদা সিং ৷
২০১৭ সালের একটি ঘটনার উল্লেখ করেছেন চিত্রাঙ্গদা ৷ সেই সময় ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর শুটিং চলছিল ৷ ওই ছবিতে অভিনয় করছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ৷ হঠাৎই নায়িকাকে নওয়াজের সঙ্গে একটি উত্তেজক দৃশ্যে অভিনয় করতে বলেন পরিচালক ৷ এই ঘটনা খুবই ভয়ঙ্কর ছিল ৷ কারণ এরপর চিত্রাঙ্গদা যখন এই কথা মহিলা প্রযোজক ও নওয়াজকে বলতে যান, কেউই তাঁর কথায় পাত্তা দেননি ৷’’  কিন্তু বিষয়টিকে ভালভাবে নেননি চিত্রাঙ্গদা ৷ সেদিন সকলের মুখের উপর জবাব দিয়ে ফ্লোর ছেড়ে বেরিয়ে যান তিনি ৷
advertisement
advertisement
তনুশ্রীর সাহসকে সম্মান জানিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘‘এটা শুধুমাত্র হলিউডকে নকল করা নয় ৷ এটা আমাদের সমাজের অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখানো ৷ মিডিয়া একটা দুর্দান্ত কাজ করছে ৷ এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeeToo:‘নওয়াজউদ্দিনের সঙ্গে উত্তেজক দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল’, বিস্ফোরক চিত্রাঙ্গদা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement