চুম্বন বিতর্কে কোণঠাসা পাপন ! ছাড়লেন রিয়ালিটি শো
Last Updated:
চুম্বন বিতর্কের জেরে রিয়ালিটি শো-ই শেষপর্যন্ত ছেড়ে দিলেন গায়ক পাপন।
#মুম্বই: চুম্বন বিতর্কের জেরে রিয়ালিটি শো-ই শেষপর্যন্ত ছেড়ে দিলেন গায়ক পাপন। শনিবার সকালেই শো-ছাড়ার কথা জানিয়ে রিয়ালিটি শো-কর্তৃপক্ষকে চিঠি দেন পাপন। ওই শো’তে আর বিচারক থাকছেন না পাপন ৷ চিঠিতে তিনি লেখেন, ‘‘ বিচারব্যবস্থায় আস্থা আছে, সত্য প্রকাশ্যে আসবেই ৷ আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে ৷ ’’ তবে শো-ছাড়লেও চুম্বন বিতর্ক থামছে না।
ফেসবুক লাইভে প্রতিযোগীকে চুম্বনের অভিযোগ ওঠে। গতকালের পর আজ শনিবার গায়কের বিরুদ্ধে দিসপুর থানাতেও এফআইআর দায়ের করে স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি।
পকসো আইনে এনসিপিসিআর-এ অভিযোগ দায়ের হয়েছে পাপনের বিরুদ্ধে। মঙ্গলবার তাঁকে শুনানির জন্য তলব করতে পারে শিশু সুরক্ষা কমিশন। মামলা দায়েরের হুমকি অভিনেত্রী রবীনা টান্ডনেরও। শনিবার অবশ্য পাপনকে স্বস্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে সেই নাবালিকা।
advertisement
advertisement
পাপন বাবার মতোই স্নেহ করে তাকে চুমু খান বলে দাবি নাবালিকার। নতুন একটি বিবৃতিতে নাবালিকার বাবার দাবি, অকারণে পাপনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।
Singer #Papon issues a statement saying 'I have decided to step down as a judge on the show till the matter in which I have been falsely implicated is fully resolved and the investigation is over'. pic.twitter.com/emIJOrn7uA
— ANI (@ANI) February 24, 2018
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2018 6:11 PM IST