হোম /খবর /বিনোদন /
প্রকাশ্য ভিডিওতে আলিয়াকে রণবীরের ‘গার্লফ্রেন্ড’ বলে সম্বোধন করে বসলেন অয়ন

প্রকাশ্য ভিডিওতে আলিয়াকে রণবীরের ‘গার্লফ্রেন্ড’ বলে সম্বোধন করে বসলেন অয়ন মুখোপাধ্যায়

‘ব্রহ্মাস্ত্র’য় অভিনয় করেছেন রণবীর কাপূর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন প্রমূখ ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ক্রমাগত পিছিয়েই যাচ্ছিল পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ৷ গত ২ বছর ধরে ঝুলে রয়েছে এই ছবির মুক্তি ৷ তবে শেষ পর্যন্ত ছবির মুক্তি দিন ঘোষণা করলেন অয়ন ৷ তবে একটু হটকে স্টাইলে ৷‘ব্রহ্মাস্ত্র’য় অভিনয় করেছেন রণবীর কাপূর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন প্রমূখ ৷ সম্প্রতি একটি ভিডিও-তে ছবির নায়ক-নায়িকাদের সঙ্গে দেখা গেল অয়নকেও ৷ সেখানেই গল্পের ছলে জানিয়ে দিলেন ছবির মুক্তির দিন ৷ আর সেই ভিডিও-তে আলিয়াকে প্রকাশ্যেই রণবীরের গার্লফ্রেন্ড বললেন অয়ন ৷

Published by:Simli Raha
First published:

Tags: Alia Bhatt, Ayan Mukerji, Brahmastra, Ranbir Kapoor