Bombay HC in Raj Kundra Porn Case:বম্বে হাইকোর্টের নির্দেশে সপ্তাহখানের স্বস্তিতে রাজ কুন্দ্রা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পর্নোগ্রাফি তৈরির মামলায় গ্রফতার করা হয় শিল্পা শেট্টির স্বামীকে৷ এতদিন জেলেই ছিলেন তিনি৷
#মুম্বই: পর্নোগ্রাফি তৈরির মামলায় আপাতত ১ সপ্তাহ স্বস্তিতে শিল্পা শেট্টির (Shilpa Shetty Husband) স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ বুধবারই বম্বে হাইকোর্ট (Bombay High Court) তাঁর অন্তর্বর্তী সুরক্ষার (interim protection) নির্দেশ দেয়৷ এই সময়ের মধ্যে তাঁকে পুনরায় গ্রফাতার করা যাবে না৷ রাজ কুন্দ্রা গ্রফতারের পর পুলিশ হেফাজতে ছিলেন, তারপর তাঁকে পাঠানো হয় জেল হেফাজতে৷
Cyber department-related pornography case: Bombay High Court grants interim relief to businessman and Shilpa Shetty's husband Raj Kundra and keeps his anticipatory bail application for hearing next Wednesday, 25th August.
— ANI (@ANI) August 18, 2021
(File photo) pic.twitter.com/YU0IFyHm8S
advertisement
রাজের আইনজীবী তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুরের জন্য আবেদন জানিয়েছিলেন৷ সেই শুনানি চলছিল৷ জাস্টিস সন্দীপ কে শিন্ডের সিঙ্গল বেঞ্চে সেই শুনানি চলছিল৷ আপাতত সেই শুনানি চলবে৷ ২৫ অগাস্ট ফের শুনানির দিন ধার্য হয়েছে৷
advertisement
পর্নোগ্রাফি তৈরি করছিলেন রাজ কুন্দ্রা৷ এই অভিযোগে তাঁকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ৷ বারবার জামিনের আবেদন করা হলেও, তাঁর জামিন মঞ্জুর করা হয়নি৷ এরই মধ্যে জল অনেক দূর গড়িয়েছে৷ শিল্পা শেট্টি দাঁড়িয়েছেন তাঁর স্বামীর পাশে৷ তিনি বলেছেন যে, রাজ কোনও পর্নোগ্রাফি তৈরি করেননি৷ তিনি তৈরি করেছেন কামধর্মী ছবি৷ যা বলিউডে আকছার হয়ে থাকে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হয়৷ যদিও শিল্পার এই বক্তব্যের পরও চিড়ে ভেজেনি৷
advertisement
এরই মধ্যে শিল্পার কেরিয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়৷ স্বামী জেলে, অভিনেত্রী স্ত্রীকেও যেন বারবার কাঠগোড়ায় তোলা হয়৷ যে ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক ছিলেন তিনি, সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে, এমনও শোনা যায়৷ এরই সঙ্গে শিল্পার অভিনীত ছবি হাঙ্গামা ২ মুখ থুবড়ে পড়ে৷ যদিও ফের তিনি ফিরবেন রিয়ালিটি শোয়ের বিচারকের ভূমিকায় এমন খবর নিশ্চিত হয়েছে৷ রাজ কুন্দ্রার গ্রেফতারিতে যে তাঁদের মারাত্মক সম্মানহানি হয়েছে, তা বারবার উঠে আসে শিল্পার কথায়৷
advertisement
অন্যদিকে রাজের অফিস থেকে নানা গোপন নথি উদ্ধার হয়৷ যা পরীক্ষা করে দেখেন গোয়েন্দারা৷ একই সঙ্গে রাজকে জামিন দিলে তিনিও প্রভাবশালী ব্যক্তিদের মতো দেশে ছেড়ে পালাতেন পারেন, এমন আশঙ্কা প্রকাশ করা হয় মুম্বই পুলিশের তরফে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2021 1:04 PM IST