Made In Heaven 2 : বলিউডে শোরগোল! বিয়ের পিঁড়িতে এবার একসঙ্গে জ্যাকলিন, রাধিকা, মৃণাল...

Last Updated:

Made In Heaven 2 : নায়িকাদের দুম করে বিয়ে হয়ে গেলে ভক্তদের মন ভেঙে যায়। আহা, তাই বলে কী তাঁরা ঘর সংসারে করবেন না?

#মুম্বই: নায়িকাদের দুম করে বিয়ে হয়ে গেলে ভক্তদের মন ভেঙে যায়। আহা, তাই বলে কী তাঁরা ঘর সংসারে করবেন না? এদিকে রাধিকা আপটে (Radhika Apte), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), মৃণাল ঠাকুর (Mrunal Thakur) এমনকী বিগত দিনের নায়িকা নীলম কোঠারিকেও (Neelam Kothari) না কি বধূবেশে দেখা যাবে! আর ধান ভানতে শিবের গীত গেয়ে কাজ নেই!
এঁরা প্রত্যেকেই কাজ করবেন অ্যামাজন প্রাইমের (Amazon Prime) আগামী ওয়েব সিরিজ মেড ইন হেভেন ২-এ (Made in Heaven 2)। এই সিরিজের প্রথম সিজনের সাফল্যের পর অনেকেই দ্বিতীয় সিজনের জন্য মুখিয়ে ছিলেন। সিরিজের দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়ে গেছে। বলিউডে খবর চেপে রাখা ভারি কঠিন কাজ। রাধিকা, জ্যাকলিন, মৃণাল এবং নীলম যে এই সিরিজের দ্বিতীয় সিজনে কাজ করছেন সেটা অনেকেই জেনে গিয়েছেন।
advertisement
সূত্রের খবর নায়িকারা সবাই চুক্তিপত্রে সই করে ফেলেছেন। প্রত্যেকের উপরেই একটি করে আলাদা এপিসোড থাকবে। দু’একজন শুটিং করতেও শুরু করে দিয়েছেন। বাকিরা মাস দু'য়েকের মধ্যে কাজ শুরু করবেন।
advertisement
২০১৯ সালে মেড ইন হেভেনের প্রথম সিজন মুক্তি পায় অ্যামাজন প্রাইমে। দর্শক এবং সমালোচক দু'পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছিল এই ওয়েব সিরিজ। সিরিজে দেখা গিয়েছিল শোভিতা ধুলিপালা (Shobita Dhulipala)ও অর্জুন মাথুরকে (Arjun Mathur)। পর্দায় তারা ও করণ এই নামে তাঁরা অভিনয় করেছিলেন ওয়েডিং প্ল্যানারের ভূমিকায়।
advertisement
ভারতীয় সমাজে বিয়ে যে একটি অত্যন্ত জটিল বিষয় সেটাই এই সিরিজে তুলে ধরা হয়েছিল। তাছাড়াও এই সিরিজের অন্যতম মূল বিষয় ছিল সম্পর্কের সারশূন্যতা। কী ভাবে আজকের এই জেট গতির যুগে মূল্যহীন হয়ে গিয়েছে সম্পর্ক, সেটাই বলা হয়েছে। গল্প বলা এবং এটার উপস্থাপনার গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল এই সিরিজ।
advertisement
জোয়া আখতার (Zoya Akhtar) ও রিমা কাগতি (Reema Kagti) পরিচালিত এই সিরিজের প্রথম সিজনে দেখা গিয়েছিল জিম সারভ (Jim Sarbh, ), কল্কি কোয়েচলিন (Kalki Koechlin), শশাঙ্ক অরোরা (Shashank Arora) এবং শিবানী রঘুবংশীকে (Shivani Raghuvanshi)।
গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রসিকা দুগল (Rasika Dugal) বিক্রান্ত মাসে (Vikrant Massey) প্রমুখ। শোভিতা ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস থেকে শ্যুটিং শুরু করে দিয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ঝলক দেখা যাচ্ছে। যদিও দ্বিতীয় সিজনের গল্প কেমন হবে সেই নিয়ে নির্মাতারা টুঁ শব্দ করছেন না!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Made In Heaven 2 : বলিউডে শোরগোল! বিয়ের পিঁড়িতে এবার একসঙ্গে জ্যাকলিন, রাধিকা, মৃণাল...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement