বলিউডের নতুন সুপারহিরো ভবেশ যোশী

Last Updated:

দুষ্টের দমন, শিষ্টের পালন ৷ বলিউড ছবিতে এভাবেই তো এসেছেন হিরোরা ৷ আর সুপারহিরো হলে তো কথাই নেই ৷ তিনি তো পৃথিবীর সব পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্যই জন্মেছেন ৷

#মুম্বই : দুষ্টের দমন, শিষ্টের পালন ৷ বলিউড ছবিতে এভাবেই তো এসেছেন হিরোরা ৷ আর সুপারহিরো হলে তো কথাই নেই ৷ তিনি তো পৃথিবীর সব পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্যই জন্মেছেন ৷ তিনি পারেন না এমন কিছুই নেই ৷ শুধুমাত্র চলন্ত ট্রেন নয়, উড়ে গিয়ে চলন্ত প্লেন থামিয়ে তিনি বাঁচাতে পারেন হাজার হাজার মানুষের প্রাণ ৷ আরো কত কি তিনি পারেন, সেটা জানা আমাদের পক্ষে কঠিন বৈকি ৷
ফের এক সুপারহিরোর আর্বিভাব ঘটতে চলেছে বলিউডে ৷ নাম, ভবেশ যোশী ৷ সোজা সাপটা আমার আপনার মত নাম হলেও ক্ষমতায় তিনি বিশাল ৷ আপাতত বোঝা যাচ্ছে না এই ভবেশের কোন ছদ্মনাম আছে কিনা ৷ কারণ এই সুপারহিরোদের নামেও একটা সুপার পাঞ্চ থাকে ৷ যেমন হালফিলের কৃষ্ণ হয়ে যায় কৃষ ৷ বা অরুণ হয়ে যায় মিস্টার ইন্ডিয়া ৷ হলিউডের নিয়ম মেনে ভারতীয় সুপারহিরোদের মুখও ঢাকা থাকে, আসল পরিচয় কেউই জানতে পারেন না ৷ কারণ জানতে পারলেই তো মজা শেষ ৷ সুপারহিরোদেরও যে একটা স্বাভাবিক জীবন থাকে, মুখোশটা না থাকলে সেটা তো বোঝানো যাবে না ৷ সবটা তো আর মহাভারতের সুপারহিরো হনুমানের মত নয়, বুক ফুলিয়েই নিজের পরিচয় দিতে রাজি ৷
advertisement
advertisement
আপাতত ভবেশ যোশীকে দেখে মনে হচ্ছে তিনি সুপারহিরো তো বটেই, সঙ্গে রয়েছে টেকনোলজির ছোঁয়া ৷ কারণ অন্ধকারে তার মুখোশ জ্বলজ্বল করছে ৷ এই ছবি থেকে নতুন কি কিছু আশা করা যাচ্ছে ? কিছুটা হ্যাঁ, কিছুটা না ৷ যেহেতু পরিচালকের নাম বিক্রমাদিত্য মোতয়ানে তাই আশা তিনি এই সুপারহিরোইসমে নতুন কোন ছোঁয়া রাখবেন ৷ অন্তত মুখোশ তেমন কথা বলছে ৷ তবে দুষ্টের দমনই যে হতে চলছে গল্পের শেষ কথা, সেটা তো স্পষ্ট ছবির ক্যাপশন থেকেই ৷ নাম ভূমিকায় হর্ষবর্ধন কাপুর ৷ ছবি মুক্তি ২৫ মে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডের নতুন সুপারহিরো ভবেশ যোশী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement