বলিউডের নতুন সুপারহিরো ভবেশ যোশী

Last Updated:

দুষ্টের দমন, শিষ্টের পালন ৷ বলিউড ছবিতে এভাবেই তো এসেছেন হিরোরা ৷ আর সুপারহিরো হলে তো কথাই নেই ৷ তিনি তো পৃথিবীর সব পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্যই জন্মেছেন ৷

#মুম্বই : দুষ্টের দমন, শিষ্টের পালন ৷ বলিউড ছবিতে এভাবেই তো এসেছেন হিরোরা ৷ আর সুপারহিরো হলে তো কথাই নেই ৷ তিনি তো পৃথিবীর সব পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্যই জন্মেছেন ৷ তিনি পারেন না এমন কিছুই নেই ৷ শুধুমাত্র চলন্ত ট্রেন নয়, উড়ে গিয়ে চলন্ত প্লেন থামিয়ে তিনি বাঁচাতে পারেন হাজার হাজার মানুষের প্রাণ ৷ আরো কত কি তিনি পারেন, সেটা জানা আমাদের পক্ষে কঠিন বৈকি ৷
ফের এক সুপারহিরোর আর্বিভাব ঘটতে চলেছে বলিউডে ৷ নাম, ভবেশ যোশী ৷ সোজা সাপটা আমার আপনার মত নাম হলেও ক্ষমতায় তিনি বিশাল ৷ আপাতত বোঝা যাচ্ছে না এই ভবেশের কোন ছদ্মনাম আছে কিনা ৷ কারণ এই সুপারহিরোদের নামেও একটা সুপার পাঞ্চ থাকে ৷ যেমন হালফিলের কৃষ্ণ হয়ে যায় কৃষ ৷ বা অরুণ হয়ে যায় মিস্টার ইন্ডিয়া ৷ হলিউডের নিয়ম মেনে ভারতীয় সুপারহিরোদের মুখও ঢাকা থাকে, আসল পরিচয় কেউই জানতে পারেন না ৷ কারণ জানতে পারলেই তো মজা শেষ ৷ সুপারহিরোদেরও যে একটা স্বাভাবিক জীবন থাকে, মুখোশটা না থাকলে সেটা তো বোঝানো যাবে না ৷ সবটা তো আর মহাভারতের সুপারহিরো হনুমানের মত নয়, বুক ফুলিয়েই নিজের পরিচয় দিতে রাজি ৷
advertisement
advertisement
আপাতত ভবেশ যোশীকে দেখে মনে হচ্ছে তিনি সুপারহিরো তো বটেই, সঙ্গে রয়েছে টেকনোলজির ছোঁয়া ৷ কারণ অন্ধকারে তার মুখোশ জ্বলজ্বল করছে ৷ এই ছবি থেকে নতুন কি কিছু আশা করা যাচ্ছে ? কিছুটা হ্যাঁ, কিছুটা না ৷ যেহেতু পরিচালকের নাম বিক্রমাদিত্য মোতয়ানে তাই আশা তিনি এই সুপারহিরোইসমে নতুন কোন ছোঁয়া রাখবেন ৷ অন্তত মুখোশ তেমন কথা বলছে ৷ তবে দুষ্টের দমনই যে হতে চলছে গল্পের শেষ কথা, সেটা তো স্পষ্ট ছবির ক্যাপশন থেকেই ৷ নাম ভূমিকায় হর্ষবর্ধন কাপুর ৷ ছবি মুক্তি ২৫ মে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডের নতুন সুপারহিরো ভবেশ যোশী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement