এই প্রথম! বাচ্চা Delivery-র ছবির পোস্ট করলেন বলি-নায়িকা কালকি, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#মুম্বই: তিনি বরাবরই সাহসী ৷ ছবিতে হোক বা ছবির বাইরেও ৷ ছবিতেও বোল্ড সিনে তিনি বেশ সাবলীল ৷ তেমনভাবে বাস্তবেও ৷ তিনি কালকি কোয়েচলিন. বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ৷ সম্প্রতি কন্য়া সন্তানের জন্ম দিয়েছেন ৷ মেয়ের ছবিও ইতিমধ্য়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷ তবে সবাইকে চমকে পোস্ট করেছেন প্রসবের ছবি ৷ এই প্রথম এমনভাবে প্রসবের ছবি পোস্ট করলেন কোনও নায়িকা ৷ বেবিবাম্পের ছবি পোস্ট করার চল শুরু হয়েছে অনেকদিন ৷ সব নায়িকারাই সন্তানসম্ভবা হওয়ার ছবি সামনে এনেছেন ৷ কিন্তু কেউই নিজের প্রসবের ছবি সামনে আনেননি ৷ কিন্তু সেখানেই একধাপ এগোলেন কালকি ৷ সাবলীলভাবে সেই ব্য়ক্তিগত ছবিও পোস্ট করে দিলেন তিনি ৷
আসলে কালকির প্রসবর পদ্ধতি ছিল একটু আলাদা ৷ ওয়াটার বেবি, অর্থাৎ জলের মধ্য়ে সন্তান প্রসব করেছেন তিনি ৷ এই পদ্ধতি খুব একটা চালু নয়, তাই ঝুঁকিও থাকে ৷ এটি একটি নর্মাল ডেলিভারির পদ্ধতি ৷ অনেক ঘণ্টা সময় লাগে এভাবে প্রসবের জন্য় ৷ জলের চাপ প্রসবে সাহায্য় করে ৷ সন্তানকে জন্ম দিতে এমনই ধারা বেছে নিয়েছিলেন অভিনেত্রী ৷ যারা তাঁকে এই প্রসবে সাহায্য় করেছিলেন তাদের সকলে ধন্য়বাদ জানিয়ে এই পোস্টটি করেন কালকি ৷ দেখুন সেই ছবি ৷
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2020 7:50 AM IST