' পরিচালক আমার বুকের খাঁজ, থাই দেখতে চাইল'... বিস্ফোরক সুরভিন চাওলা

Last Updated:

'' এক পরিচালক এমনও বলেছিলেন, তিনি আমার শরীরের প্রতিটা অংশ দেখতে চান ''

#মুম্বই: বলিটাউনে কাস্টিং কাউচ বিষয়টা নতুন কিছু নয়। বহু তারকাকেই এর খপ্পড়ে পড়তে হয়েছে। আনেকে মুখ খুলেছেন, অনেকে চুপ থেকেছেন। সম্প্রতি বিদ্যা বালন ও জারিন খান তাঁদের 'নোংড়া' অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছিলেন। এবার বিস্ফোরক সুরভীন চাওলা। বললেন, 'এক পরিচালক আমার থাই এবং ক্লিভেজ দেখতে চেয়েছিলেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনবার কাস্টিং কাউচের খপ্পড়ে পড়তে হয়। এক পরিচালক তো এমনও বলেছিলেন, তিনি আমার শরীরের প্রতিটা অংশ দেখতে চান। এরপর থেকে আমি তাঁর ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছিলাম।''
অভিনেত্রী এও জানান, দক্ষিণের জাতীয় পুরস্কার প্রাপ্ত এক পরিচালক তাঁকে এমন একটি প্রস্তাব দিয়েছিলেন যে তিনি বাধ্য হন ইন্ডাস্ট্রি ছেড়ে বেড়িয়ে আসতে। নায়িকা আরও জানান, '' আমি ছবির অডিশন দিচ্ছিলাম। খুব পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। অসুস্থও হয়ে পড়ি। তখন এক পরিচালক আমায় বলে, 'অসুস্থ? আমার সঙ্গে মুম্বই চল।' কথা বলার টোন-টা আমার ভাল লাগেনি।''
advertisement
অভিনেত্রী আরও বলেন, 'ওই একই দিনে আমার কাছে একটি ছবির অফার আসে। কিন্তু পরিচালক হিন্দি বা ইংরেজি বলতেন না, তাই তাঁর বন্ধু আমাকে পুরো বিষয়টা জানালেন। পরিচালকের বন্ধু বলেন, 'স্যর আমাকে জানতে চান, চিনতে চান। আপনাকেও তাঁকে বুঝতে হবে । এরপরই তিনি চমকে দিয়ে বলেন, যতক্ষণ না ছবিটা শেষ হচ্ছে আপনাকে পরিচালকের সঙ্গে থাকতে হবে।' আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, 'আপনারা ভুল কাউকে বেছেছেন।''
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
' পরিচালক আমার বুকের খাঁজ, থাই দেখতে চাইল'... বিস্ফোরক সুরভিন চাওলা
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement