#মুম্বই: দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের গরমাগরম প্রেমের খবর একসময়ে পেজ থ্রি-র খবরের শীর্ষে থাকত! কিন্তু আচমকাই ছাড়াছাড়ি হয়ে যায় 'লাভ বার্ডস'দের! যদিও তাদের বন্ধুত্বে কোনও ছেদ পড়েনি! সিনেমার শুটিং থেকে প্রমোশন, ইভেন্ট থেকে পার্টি... বরাবর রণবীর-দীপিকার কেমিস্ট্রি থেকেছে সাবলীল!
কিন্তু প্রশ্ন হল, হঠাৎ কী এমন হয়েছিল যাতে সম্পর্ক ভাঙতে হয়েছিল কপোত কপোতিকে? বহুবার বহু সংবাদ মাধ্যম এই প্রশ্ন করেছে তাঁদের! কিন্তু মেলেনি সদুত্তর! অবশেষে, এতদিন বাদে সামনে এল সত্য! এবং মুখ খুললেন খোদ দীপিকা! জানালেন,
তিনি আরও জানান, সম্পর্ক বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, সম্পর্ক ভেঙে কখনওই বেরিয়ে আসতে চাননি। কিন্তু তাও শেষ রক্ষা করতে পারেননি! এই নিয়ে তাঁর অক্ষেপও কম নেই!
২০০৭ সালে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। পরের বছরই, ‘বচনা এ হাসিনো’-র শুটিং চলাকালীন রণবীরের সঙ্গে প্রেমে মজেন দীপিকা। কিন্তু, রণবীরের মন উড়ু উড়ু! ‘আজব প্রেম কি গজব কাহানি’-র সময় থেকে ক্যাটরিনার মোহে মোহাচ্ছন্ন হলেন চকোলেট বয়! ফল? দীপিকার সঙ্গে বিচ্ছেদ!
আরও পড়ুন-মহানায়ক সম্মান পেলেন অপর্ণা সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়