সলমনকে বাদ দিয়েই প্রেমিকার জন্মদিন পালন করলেন আরবাজ খান!

Last Updated:
#মুম্বই: মালাইকাকে নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। মালাইকা কখন জিমে যাচ্ছেন! কার সঙ্গে ঘুরছেন! অর্জুন কাপুরকে কবে বিয়ে করছেন? তাঁরা কোথায় প্রেম করতে যাচ্ছেন! এই সব কিছু নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কেন এত কৌতূহল তাঁকে নিয়ে, কারণ তিনি আরবাজ খানের স্ত্রী ছিলেন। সলমন খানের বৌদি। খান পরিবারকে ছেড়ে আসার সাহস দেখিয়েছেন বলেই মানুষের এত কৌতূহল তাঁকে নিয়ে।
কিন্তু আরবাজ খানকে নিয়ে কখনও কোনও আলোচনা কিন্তু হয় না। আরবাজও যে চুটিয়ে প্রেম করছেন জর্জিয়ার সঙ্গে তা নিয়ে কারও কোনও মাথা ব্যথা নেই। তবে কাউকে পাত্তা না দিয়ে নিজের প্রাক্তন বউ ও ছেলের কথা না ভেবে তিনিও কিন্তু ধরেছেন অন্যের হাত। মুম্বইয়ের এক নামি-দামী রেস্তোরাঁয় দেখা গেল পুরো খান পরিবারকে। সকলে মিলে পালন করলেন জর্জিয়ার জন্মদিন। এই পার্টিতে উপস্থিত ছিলেন না সলমন খান। তিনি ব্যস্ত ছিলেন 'ভারত'-এর প্রোমোশনে। কিন্তু এই পার্টিতে মালাইকা না থাকলেও তাঁর দুই ছেলেকে থাকতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনকে বাদ দিয়েই প্রেমিকার জন্মদিন পালন করলেন আরবাজ খান!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement