Bigg Boss OTT Day 12 Highlights: অক্ষরা রেগে আগুন! কী করবেন এবার জীশান খান?
- Published by:Debalina Datta
Last Updated:
অক্ষরা রেগে আগুন! কী করবেন এবার জীশান খান?
#মুম্বই: Bigg Boss OTT-তে প্রতিদিনই নতুন কিছু দেখা যাচ্ছে। ডোমিনো টাস্কের ঘটনা বহুল মুহূর্তগলি বারে বারে চর্চায় আনছে ঘরের সদস্যরা। এবারে ক্যাপটেনসি টাস্কে জয়ী হয়ে দিব্যা আগরওয়াল (Divya Agarwal) ও জীশান খানের (Zeeshan Khan) জুটি ঘরের পরবর্তী বস ম্যান ও বস লেডি বলে ঘোষিত হয়েছেন। বিগ বসের ঘরে ১২ তম দিনে রিপোর্ট কার্ডের ভিত্তিতে বাড়ির রেশনে বিধিনিষেধ লাগু হয়েছিল। প্রতিযোগীদের খাওয়ার বানানোর জন্য মাত্র ৪ ঘণ্টার সময় বরাদ্দ করেছিল বিগ বস। ভালো-মন্দ মিশিয়েই কেটেছে দিনটি। প্রতিযোগীদের সুইমিং পুলেও সময় কাটাতে দেখা গিয়েছে।
এদিন বিগ বসের ঘরে কয়েন ডিসিএক্স (Coin DCX) টাস্কের ঘোষণা করা হয়। এই টাস্কের প্রতিপাদ্য বিষয় হল ঘরের মোস্ট ভ্যালুয়েবেল সদস্যকে বেছে নিতে হবে, যিনি টাস্কের শেষে একাধিক বিটকয়েন জিতবেন। এদিন মিলিন্দ গাবাকে (Milind Gaba) ভালো পর্যায়ে দেখা গিয়েছে।
advertisement
advertisement
১২ তম দিনের শুরুটা ঠিকঠাক হলেও পরের দিকে ঘরের ওপরে কালো মেঘ জমে। অক্ষরা সিং (Akshara Singh) এবং জীশান খানের মধ্যে তুমুল ঝামেলা হয়। এই ঝামেলা চলাকালীন ঘরের প্রায় সকলেকেই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। অক্ষরা এক সময় রেগে গিয়ে চিৎকার করছিলেন। প্রতীক সহজপাল (Pratik Sehajpal), মিলিন্দ গাবা (Milind Gaba), করণ নাথ (Karan Nath), নিশান্ত ভাটরা (Nishant Bhatt) তাঁকে শান্ত করার চেষ্টা চালাচ্ছিলেন। একদিকে দিব্যা আগরওয়াল জীশান খানকে সামলাচ্ছিলেন। রাকেশ বাপট (Raqesh Bapat), শমিতা শেঠি (Shamita Shetty) নেহা ভাসিনও (Neha Bhasin) উপস্থিত ছিলেন। অক্ষরা সিং জীশানের উদ্দেশ্যে চিৎকার করে বলেছেন, “মেয়েদের সঙ্গে ভদ্র ভাবে কথা বলতে শিখুন, আমার অভিভাবক হওয়ার চেষ্টা না করে”। এই সপ্তাহে বেশ ঘটনা বহুল ছিল বিগ বসের ঘর। এখন রবিবারের দিকে তাকিয়ে রয়েছে দর্শক। দেখা যাক Bigg Boss OTT-র হোস্ট করণ জোহর (Karan Johar) কী বলে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2021 8:43 PM IST