Bigg Boss OTT Shamita Shetty: শমিতাকে 'মাসি' সম্বোধন, শোরগোল ফেললেন হট এই ভোজপুরী অভিনেত্রী!

Last Updated:

বিগ বসের ভার্চুয়াল এপিসোডের চতুর্থ পর্বে দেখা গিয়েছে সমিতা ঘরের সকলের জন্য রান্না করা খাবার নিয়ে অক্ষরার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে (Bigg Boss OTT Shamita Shetty)।

#মুম্বই: Bigg Boss OTT-র কাণ্ড-কারখানা নিয়ে সরগরম বিনোদন জগৎ। প্রতিদিনই কিছু না কিছু ঘটেই চলেছে বিগ বসের ঘরে। এবার বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty) ও ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh) চর্চায় এসেছেন। বিগ বসের ভার্চুয়াল এপিসোডের চতুর্থ পর্বে দেখা গিয়েছে সমিতা ঘরের সকলের জন্য রান্না করা খাবার নিয়ে অক্ষরার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এরপর অক্ষরাকে বলতে শোনা গিয়েছে শমিতা ঘরের মধ্যে বেশির ভাগ সময়ে ইংরেজি ভাষায় কথা বলে। নিজেকে "হাই-ফাই" বলে পরিচয় দেয়, যেটা তাঁর একদম পছন্দের নয়।
এরপরে উর্ফি জাভেদ (Urfi Javed) ও অক্ষরা সিং, শমিতা শেট্টির এখনকার বয়স নিয়ে আলোচনা করেন। উর্ফিকে, অক্ষরা বলেন সমিতার বয়স এখন প্রায় ৪২-৪৩। এই কথা শুনে অবাক হয়ে যান উর্ফি। অক্ষরা বলেন, তাঁর মায়ের বয়সী অভিনেত্রী শমিতা। তাই সমিতাকে ‘মাসি’ বলে সম্বোধন করার কথা বলেন তিনি। এই সব কথাবার্তা চলাকালীন দুজনেই হেসে লুটিপুটি খাচ্ছিলেন।
advertisement
advertisement
ওই কথোপকথনে উর্ফি বলেন শমিতা এর আগেও বিগ বসে অংশগ্রহণ করেছিলেন। তবে সেবার তিনি তেমনকিছু করতে পারেননি। তাই এবার ঘরে ছুকেই কিছু একটা করার চেষ্টায় রয়েছেন। অক্ষরা এইসব জেনে একটু অবাক হয়েছিলেন। কারণ, তিনি নাকি জানতেনই না যে সমিতা এর আগেও বিগ বসে এসেছিলেন। তাবে যাই হোক অক্ষরা জানিয়েছেন, তিনি শমিতাকে নিয়ে যা ভাবছেন তাই তিনি ভাববেন, মনোভাব বদল তিনি এখনই করবেন না।
advertisement
শমিতাও অক্ষরার ব্যবহার নিয়ে অভিযোগ করেছেন দিব্যা আগরওয়ালের (Divya Agarwal) কাছে । তিনি যে বিরক্ত অক্ষরার ব্যবহারে তা বোঝা গিয়েছে। এবারের সিজেনে ঘরে যতগুলো ঝগড়া হয়েছে তাতে বেশির ভাগ ক্ষেত্রে শমিতাকে থাকতে দেখা গিয়েছে। এর আগে দিব্যা আগরওয়াল এবং প্রতীক সহজপালের (Pratik Sehajpal) মধ্যে ঝামেলা হয়, সেখানেও অভিনেত্রী কথা বলেছেন। ২০০৯ সালের বিগ বস সিজেন ৪-এ সমিতা ছিলেন। সেবার তাঁর দিদি শিল্পা শেট্টির বিয়ের কারণে বাইরে চলে যেতে হয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT Shamita Shetty: শমিতাকে 'মাসি' সম্বোধন, শোরগোল ফেললেন হট এই ভোজপুরী অভিনেত্রী!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement