#মুম্বই: বছরের প্রথম উইকেন্ডের ধামাকায় কাঁপবে বিগ বসের ঘর ৷ শুক্রবারের পর্বের হাঙ্গামার পরে শনিবার উইকেন্ডের ভারে ধামাকা হতে চলেছে বিগ বসের ঘরে ৷ বিগ বসের সঞ্চালক সলমন খান এই রিয়্যালিটি শোতে সানি লিওন ও মোনালিসা-সহ টিভির নাগ নাগিনদের আসার জন্য আমন্ত্রণ করেছেন ৷
View this post on Instagram
শো-এর একটি প্রোমো চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে ৷ যেখানে দেখতে পাওয়া গিয়েছে সলমন ও মোনালিসা জানাচ্ছেন সলমন খান তাঁদের বিগ বসের ঘরে যাওয়ার অনুরোধ করেছেন ৷ এরফলে বুঝতেই পারা যাচ্ছে বছরের প্রথম উইকেন্ড কা ভারে সানি লিওন, মোনালিসা, সুরভি ও শরদ মালহোত্রাকেও দেখতে পাওয়া যাবে আজ রাত ৯টায় শুধুমাত্র কালার্সে ৷ অর্থাৎ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আজকের ধামাকা পর্ব ৷
View this post on Instagram
চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিগ বসের আরও একটি প্রোমোতে দেখতে পাওয়া গিয়েছে রাখি সাওয়ান্ত ও জ্যাসমিনের মধ্যে ঝগড়া চলছে তুমুল ৷ রাখির অনুসরণ করে রাখিকে রাগানোর চেষ্টা চলছে ৷ এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bigg Boss 14