দিশা পারমারকেই বিয়ে করছেন বিগ বস প্রতিযোগী রাহুল বৈদ্য, জানালেন রাহুলের মা!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বিগ বসের ঘরে বসেই নিজের টি-শার্টে দিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে লেখেন, উইল ইউ ম্যারি মি? যা দেখে রীতিমতো চমকে যান সকলে।
#মুম্বই: পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা সিরিয়ালের পাঙ্খুরি অর্থাৎ দিশা পারমার (Disha Parmer)-কেই বিয়ে করতে চলেছেন বিগ বস সিজন ১৪ (Bigg Boss 14)-র রাহুল বৈদ্য (Rahul Vaidya)। দিশা (Disha Parmer)-র তরফে এ বিষয়ে তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাহুলের মা বিষয়টি নিয়ে আগেই মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, অভিনেত্রী প্রায় রাজি হয়েই গিয়েছেন বিয়ে করতে। এ বার বিগ বস হাউজে-এ এসে এই বিষয়টি আরও নিশ্চিত করে তিনি বললেন যে, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
বিগ বস সিজন ১৪-র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী রাহুল। খেলায় সকলের মন জিতলেও বিগ বসের ঘরে সকলের মতো তাঁকে নিয়েও একাধিক জল্পনা তৈরি হয়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথাও হতে থাকে। তারই মাঝে ১১ নভেম্বর দিশার জন্মদিনের দিন তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন গায়ক। বিগ বসের ঘরে বসেই নিজের টি-শার্টে দিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে লেখেন, উইল ইউ ম্যারি মি? যা দেখে রীতিমতো চমকে যান সকলে। প্রোপোজের এই অভিনব ও মিষ্টি ব্যাপারটি সকলের মন ছুঁয়ে নেয়। আর তার পর থেকেই দিশার উত্তরের অপেক্ষায় ছিলেন তিনি। দিশা অবশ্য এই ব্যাপারে কারও সামনে কখনও মুখ খোলেননি। কিন্তু এই ঘটনার কিছুদিন পর একটি ট্যুইট (Tweet) করে দিশা জানান, তিনি তাঁর উত্তর রাহুলকে জানিয়ে দিয়েছেন। তবে, উত্তরটা ঠিক কী, সে নিয়ে তিনি কিছু বলেননি।
advertisement
এদিকে, বিগ বস-এর শেষ কয়েকটি পর্বে নিজেদের সব চেয়ে কাছের মানুষজনের সঙ্গে দেখা করার সুযোগ পান প্রতিযোগীরা। সেখানে সবার আগে মায়ের সঙ্গে দেখা করতে পারেন রাহুল। আর সেখানে মা'র উদ্দেশে একটি গান গেয়ে শোনান তিনি। পরে মা'কে প্রশ্ন করেন, আমি বিয়ে কবে করতে পারব? সেখানেই পুরো বিষয়টি পরিষ্কার হয়।
advertisement
Door reh kar hi apnon ki ahemiyat ka ehsaas hota hai! Aaj gharwale honge bhaavuk mil kar apne apnon se! Watch #BB14 tonight at 10:30 PM. Catch it before TV on @VootSelect @BeingSalmanKhan #BiggBoss2020 #BiggBoss14 #BiggBoss pic.twitter.com/XHg76ZVjtT
— Bigg Boss (@BiggBoss) January 7, 2021
advertisement
রাহুলের মা গীতা বৈদ্য জানান, তাঁর ছেলের বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তিনি রাহুলকে দিশার তরফ থেকে একটি মেসেজও জানিয়ে দেন। বলেন, দিশা রাহুলকে খুব মিস করছেন। এর পরই ছেলেকে 'শের' বলে আখ্যা দেন তিনি। এবং জানান, রাহুল দারুণ খেলছেন। তাঁর ও অ্যালির সম্পর্ক গীতাদেবীর ভালো লাগে বলেও জানা যায় বক্তব্যে।
advertisement
এর কিছু দিন আগেও অবশ্য গীতাদেবী ট্যুইট করে জানিয়েছিলেন, রাহুল এবং দিশার মধ্যে সবকিছু ভালোই চলছে। মা হিসেবে তিনি খুশি। সেই ট্যুইটেও তিনি তাঁদের বিয়ের ব্যাপারে নিশ্চিত করেন। জানান, আমার মনে হয় বিয়েতে দিশা ৯০ শতাংশ রাজি। ফলে আমরা বিয়ের প্ল্যানিং শুরু করে দিয়েছি। তবে, প্রস্তুতি নিয়ে সে দিন তিনি কিছু জানাননি। শুধু বলেছিলেন, দিশার পরিবারের সঙ্গে বিয়ের ব্যাপারে কোনও কথা এখনও হয়নি, তাই বিয়ের প্রস্তুতি নিয়ে এখনও কিছু ভাবা হয়নি।
advertisement
প্রসঙ্গত, দিশাকে নিয়ে প্রথম থেকেই খুশি রাহুলের মা। তিনি একাধিকবার জানিয়েছেন, আমার মনে হয়, ও খুবই ভালো মেয়ে। গত বছর ও কয়েকবার এসেছে আমাদের বাড়িতে। আমি ওদের সম্পর্কের বিষয়ে কিছু জানতাম না। ভেবেছিলাম ওরা দু'জনে বন্ধু। সেই সময়ে যদি দিশা আমাকে ব্যাপারটা বলত, তা হলে আমি গিয়ে ওর পরিবারের সঙ্গে কথা বলতাম!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2021 11:46 AM IST