Dibakar Banerjee on Feluda: এবার ফেলুদা বানাবেন দিবাকর? কোন বলি তারকাকে প্রদোষ মিত্তিরের চরিত্রে? চমকে যাবেন

Last Updated:

Dibakar Banerjee on Feluda: কখনও কি সত্যজিৎ রায়ের ‘ফেলুদা সিরিজ’ নিয়ে ছবি বানানোর শখ জেগেছে দিবাকরের? সম্প্রতি এক সাক্ষাৎকারে দিবাকর জানান, তিনি ফেলুদা নিয়ে ছবি বানানোর কথা বহুবার ভেবেছেন।

এবার ফেলুদা বানাবেন দিবাকর? কোন বলি তারকাকে প্রদোষ মিত্তিরের চরিত্রে? চমকে যাবেন
এবার ফেলুদা বানাবেন দিবাকর? কোন বলি তারকাকে প্রদোষ মিত্তিরের চরিত্রে? চমকে যাবেন
মুম্বই: বাঙালিদের একাংশের মত, ব্যোমকেশ বক্সীকে নিয়ে আজ পর্যন্ত যা ছবি হয়েছে, তার মধ্যে সেরা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’। হতে পারে, সেটি হিন্দি ভাষায় বানানো একটি ছবি, হতে পারে যিনি ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন, অর্থাৎ সুশান্ত সিং রাজপুত, তিনি অবাঙালি, তাও বাঙালি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ রিডিং’-এ মুগ্ধ হয়েছিল কিছু বাঙালি।
কখনও কি সত্যজিৎ রায়ের ‘ফেলুদা সিরিজ’ নিয়ে ছবি বানানোর শখ জেগেছে দিবাকরের? সম্প্রতি এক সাক্ষাৎকারে দিবাকর জানান, তিনি ফেলুদা নিয়ে ছবি বানানোর কথা বহুবার ভেবেছেন। তাঁর কথায়, ‘‘ভেবেছিলাম করব। অভয় দেওলকে দিয়ে এই চরিত্রে অভিনয় করানোর কথাও ভেবেছিলাম। ছোটবেলায় যখন ফেলুদা পড়তাম, সব গল্পে একটা ১৩-১৪ বছরের ছেলেকে দেখা গিয়েছে। সেখানেন অনেক কিছু নজরে এসেছে, যা কিনা জীবনে ভোলা যায় না।।’’
advertisement
advertisement
এত পরিকল্পনা সত্ত্বেও ছবিটি করা হয়নি দিবাকরের। পরিস্থিতির চাপে সেই প্রজেক্টটি নিয়ে এগোনো হয়নি। তিনি আরও জানান, বাংলায় সমস্ত ফেলুদা পড়েছেন তিনি। ইংরেজি জানতেন না। ফেলুদা পড়েই তিনি জেনেছিলেন টেলিপ্যাথি সম্পর্কে। সত্যজিতের ‘চারুলতা’, ‘মহানগর’, ‘জলসাঘর’, ‘পথের পাঁচালী’ দিবাকরের প্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dibakar Banerjee on Feluda: এবার ফেলুদা বানাবেন দিবাকর? কোন বলি তারকাকে প্রদোষ মিত্তিরের চরিত্রে? চমকে যাবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement