Dibakar Banerjee on Feluda: এবার ফেলুদা বানাবেন দিবাকর? কোন বলি তারকাকে প্রদোষ মিত্তিরের চরিত্রে? চমকে যাবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dibakar Banerjee on Feluda: কখনও কি সত্যজিৎ রায়ের ‘ফেলুদা সিরিজ’ নিয়ে ছবি বানানোর শখ জেগেছে দিবাকরের? সম্প্রতি এক সাক্ষাৎকারে দিবাকর জানান, তিনি ফেলুদা নিয়ে ছবি বানানোর কথা বহুবার ভেবেছেন।
মুম্বই: বাঙালিদের একাংশের মত, ব্যোমকেশ বক্সীকে নিয়ে আজ পর্যন্ত যা ছবি হয়েছে, তার মধ্যে সেরা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’। হতে পারে, সেটি হিন্দি ভাষায় বানানো একটি ছবি, হতে পারে যিনি ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন, অর্থাৎ সুশান্ত সিং রাজপুত, তিনি অবাঙালি, তাও বাঙালি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ রিডিং’-এ মুগ্ধ হয়েছিল কিছু বাঙালি।
কখনও কি সত্যজিৎ রায়ের ‘ফেলুদা সিরিজ’ নিয়ে ছবি বানানোর শখ জেগেছে দিবাকরের? সম্প্রতি এক সাক্ষাৎকারে দিবাকর জানান, তিনি ফেলুদা নিয়ে ছবি বানানোর কথা বহুবার ভেবেছেন। তাঁর কথায়, ‘‘ভেবেছিলাম করব। অভয় দেওলকে দিয়ে এই চরিত্রে অভিনয় করানোর কথাও ভেবেছিলাম। ছোটবেলায় যখন ফেলুদা পড়তাম, সব গল্পে একটা ১৩-১৪ বছরের ছেলেকে দেখা গিয়েছে। সেখানেন অনেক কিছু নজরে এসেছে, যা কিনা জীবনে ভোলা যায় না।।’’
advertisement
advertisement
এত পরিকল্পনা সত্ত্বেও ছবিটি করা হয়নি দিবাকরের। পরিস্থিতির চাপে সেই প্রজেক্টটি নিয়ে এগোনো হয়নি। তিনি আরও জানান, বাংলায় সমস্ত ফেলুদা পড়েছেন তিনি। ইংরেজি জানতেন না। ফেলুদা পড়েই তিনি জেনেছিলেন টেলিপ্যাথি সম্পর্কে। সত্যজিতের ‘চারুলতা’, ‘মহানগর’, ‘জলসাঘর’, ‘পথের পাঁচালী’ দিবাকরের প্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 7:55 PM IST