Rakhee Gulzar in Kolkata: ভিক্টোরিয়ায় রাখি গুলজার, শিবপ্রসাদের সঙ্গে ফুচকার দোকানে বলি তারকা, কেন জানেন কি

Last Updated:

Rakhee Gulzar in Kolkata: কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শ্যুট করে ভীষণ খুশি অভিনেত্রী। নস্টালজিয়ায় ভরে উঠেছে তাঁর মন। আজ সকাল থেকে ভিক্টোরিয়ার সামনে শ্যুটিং সারলেন তিনি।

কলকাতায় শিবপ্রসাদের ছবির শ্যুটে রাখি গুলজার
কলকাতায় শিবপ্রসাদের ছবির শ্যুটে রাখি গুলজার
কলকাতা: শহরে রাখি গুলজার। ভিক্টোরিয়ার সামনে শ্যুট করলেন বর্ষীয়ান অভিনেতা। বুধবার সকাল থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ভিড়। বলি তারকা, বাঙালি অভিনেত্রী রাখি গুলজার শ্যুট করছেন বলে কথা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’-এর শ্যুটিং শুরু হয়েছে কলকাতায়।
কলকাতায় শিবপ্রসাদের ছবির শ্যুটে রাখি গুলজার কলকাতায় শিবপ্রসাদের ছবির শ্যুটে রাখি গুলজার
এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রাখি গুলজারকে দেখা যাবে। প্রতিদিন কলকাতার বিভিন্ন লোকেশনে চলছে শ্যুট। লম্বা বিরতির পর বাংলা ছবিতে অভিনয় করছেন রাখি। পছন্দের চিত্রনাট্য না পেলে আজকাল আর তিনি অভিনয় করেন না।
advertisement
advertisement
কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শ্যুট করে ভীষণ খুশি ৭৬ বছরের অভিনেত্রী। নস্টালজিয়ায় ভরে উঠেছে তাঁর মন। আজ সকাল থেকে ভিক্টোরিয়ার সামনে শ্যুটিং সারলেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল সদ্যপ্রয়াত পরিচালক গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে। বাংলায় এতদিন পর অভিনয় করতে পেরে আপ্লুত অভিনেত্রী। কয়েক বছর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নির্মাণ’-এর স্ক্রিনিংয়ে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
এরপর অনেক দিন কেটে গিয়েছে, কিন্তু রাখি টলিউডমুখী হননি। তবে শিবপ্রসাদ ও নন্দিতা অনেক কষ্টে তাঁকে রাজি করিয়েছেন এবং চরিত্রটাও তাঁর পছন্দ হয়েছে। তাই ‘আমার বস’-এ অভিনয় করতে শহরে এলেন রাখি। এছাড়াও এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্রের মতো টলিউডের একাধিক শিল্পী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhee Gulzar in Kolkata: ভিক্টোরিয়ায় রাখি গুলজার, শিবপ্রসাদের সঙ্গে ফুচকার দোকানে বলি তারকা, কেন জানেন কি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement