Akshay Kumar on Lara Dutta: কী ভাবে এতটা 'ইন্দিরা গান্ধি' হয়ে উঠলেন লারা দত্ত? ভিডিও শেয়ার অক্ষয়ের!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার লারার ইন্দিরা হয়ে ওঠার পিছনের গল্প অর্থাৎ মেক-আপের ভিডিও শেয়ার করেছেন ছবির নায়ক অক্ষয় কুমার (Akshay Kumar on Lara Dutta)।
#মুম্বই: প্রথম দেখায় কেউ যেন চিনতেই পারছেন না। 'বেল বটম' (Bell Bottom) ছবিতে ইন্দিরা গান্ধির (Indira Gandhi) লুকে এককথায় বাজিমাত করেছেন লারা দত্ত (Lara Dutta)। সত্যিই অভিনেত্রীকে এক নজরে কেন বেশ কিছুক্ষণ মন দিয়ে দেখার পরও চিনে ওঠা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় লারার লুক নিয়ে জোরদার চর্চা চলছে। তার মধ্যেই এবার লারার ইন্দিরা হয়ে ওঠার পিছনের গল্প অর্থাৎ মেক-আপের ভিডিও শেয়ার করেছেন ছবির নায়ক অক্ষয় কুমার (Akshay Kumar on Lara Dutta)।
ট্রেলার মুক্তির পর থেকে অন্য কিছু নিয়ে যত না আলোচনা চলছে, সবচেয়ে বেশি দর্শকের নজর কেড়েছে লারার ইন্দিরা-লুক। অক্ষয় লারার মেক-আপের ভিডিও শেয়ার করে লিখেছেন, 'একটি চরিত্রকে জীবন্ত করে তোলার নাম হল লারা দত্ত। বেল বটমে তুমি তাক লাগিয়েছ।' ভিডিওতে দেখা গিয়েছে, লারা বলছেন, 'এই সব কিছু ঘটার জন্য যাঁদের সত্যি সত্যি কৃতিত্ব রয়েছে, তাঁদের জন্যই এই চরিত্রকে এভাবে জীবন্ত করতে পেরেছি। খুব খুশি, শ্যুটিংও খুবই ভালো হয়েছে মনে হয়। আর অপেক্ষা ধরে রাখতে পারছি না।'
advertisement
What bringing a character to life looks like…@LaraDutta you’ve nailed it and how in#BellBottom! Catch it on the big screen, also in 3D, on 19th Aug.@vashubhagnani @Vaaniofficial @humasqureshi @ranjit_tiwari @jackkybhagnani @honeybhagnani @poojafilms pic.twitter.com/2ElP6wsCLh
— Akshay Kumar (@akshaykumar) August 5, 2021
advertisement
advertisement
মঙ্গলবারই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'বেল বটম'-এর ট্রেলার (Bell Bottom Trailer)। আর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শিরোনামে লারা দত্ত (Lara Dutta)। ইন্দিরা গান্ধির চরিত্রে লারা দত্তের সাজ দর্শককে বেগ পাইয়েছে চিনতে। ট্রেলারে প্রথমবার দেখে বেশিরভাগই বুঝতে পারেননি ইনি লারা দত্ত। ১৯৮৪ সালের পটভূমিতে তৈরি ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে লারা দত্তকে চেনা সত্যিই দায়। ট্যুইটারে লারা দত্তের সাজ লাগাতার ট্রেন্ডিং।
advertisement
নেটিজেনের একাংশের বক্তব্য, বেল বটম ট্রেলারে প্রাক্তন বিশ্বসুন্দরী লারা দত্তকে ইন্দিরা গান্ধির রূপে একেবারেই চেনা যাচ্ছে না। অনেকেই আবার লিখেছেন, ইন্দিরার বেশে এখনও পর্যন্ত সেরার সেরা সাজ লারা দত্তর। ছবি দেখার আকর্ষণ আরও বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। কেউ কেউ আবার মেক-আপ আর্টিস্টকে জাতীয় পুরস্কার দেওয়ার দাবিও তুলে ফেলেছেন। আগামী ১৯ অগস্ট থ্রি ডি-তে বড় পর্দায় মুক্তি পাবে 'বেল বটম'।
advertisement
ভারতে বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'বেল বটম'-এর প্লট। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে র'এজেন্টের ভূমিকায় দেখা যাচ্ছে অক্ষয়কে। দেশকে রক্ষার জন্য তাঁর উপরই ভরসা করছেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং সেই মতো মিশন তৈরি করছেন 'বেল বটম'। ১৯৮৪ সালের পটভূমিতে প্লেন হাইজ্যাক নিয়েই টান টান গল্প বুনেছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় নিজেও ছবির ট্রেলার শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'বেল বটম ট্রেলার ফের একবার বড় পর্দায় ছবি দেখার ম্যাজিক ফিরিয়ে আনতে চলেছে।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2021 5:42 PM IST