ভাল অভিনয় করেও অবহেলিত ইরফান ! সিক্সপ্যাক হিরোদের দিকেই অভিযোগের সুর বাবিলের !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বাবার কোলে ছোট্ট বাবিল। আর একটি ছবিতে নিজের প্রিয় পোষ্যকে নিয়ে শুয়ে রয়েছেন ইরফান। এই ছবি দু'টি শেয়ার করে বাবাকে নিয়ে, বলিউড সিনেমা নিয়ে একটি পোস্ট করেছেন বাবিল।
#মুম্বই: ইরফান খান। ১৯৬৭ সালে রাজস্থানের এক পাঠান পরিবারে তাঁর জন্ম। ছোট থেকেই অভিনয়ের প্রতি আলাদা ভালবাসা ছিল ইরফানের। জয়পুর থেকে এমএ কমপ্লিট করে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে শুরু তাঁর নতুন পাঠ। নাটকের শিক্ষা। ইরফানের প্রথম সিনেমা 'সালাম বম্বে'। এই ছবি অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল। এর পর 'কমলা কি মত', 'এক ডক্টর কি মত'-এর মতো ছবি দিয়ে বলিউডে কাজ শুরু তাঁর। সব সময় একটু অন্যধারার কাজ করেছেন তিনি। তিনি কখনই সিক্স প্যাকওয়ালা হিরো নন। তিনি 'হিন্দি মিডিয়াম'-এর চাঁদনি চকের খেটে খাওয়া নায়ক। আবার কখনও তিনিই 'বিল্লু বারবার'। তাঁর শেষ ছবি ছিল 'ইংলিশ মিডিয়াম'। যা দেখলে আবারও চোখে জল আসে। ইরফান ক্যানসারে ভুগছিলেন। ২৯ এপ্রিল এই অভিনেতাকে হারিয়ে শোকের ছায়া নেমেছিল গোটা বলিউডে।
বাবার স্মৃতি থেকে কিছুতেই বেরোতে পারছেন না তাঁর ছেলে বাবিল খান। বাবিল সোশ্যাল মিডিয়ায় বার বার বাবাকে নিয়ে লিখছেন। কোনও কাজ করতে গেলেই বাবার ভালবাসা তাঁকে কাঁদাচ্ছে। এমনকি বৃষ্টিতেও খুঁজে নিচ্ছেন বাবাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ইরফান খানের কিছু পুরনো ছবি শেয়ার করলেন তিনি। বাবার কোলে ছোট্ট বাবিল। আর একটি ছবিতে নিজের প্রিয় পোষ্যকে নিয়ে শুয়ে রয়েছেন ইরফান। এই ছবি দু'টি শেয়ার করে বাবাকে নিয়ে, বলিউড সিনেমা নিয়ে একটি পোস্ট করেছেন বাবিল।
advertisement
advertisement
advertisement
বাবিল লিখেছেন, "আমার বাবা আমাকে একজন সিনেমার ছাত্র হিসেবে প্রথমেই যে শিক্ষাটা দিয়েছিল তা হল, বলিউডে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, এবং কোনও কিছুর আশা না করে প্রমাণ করতে হবে। যেমন বাবা করেছিলেন। ৬০ থেকে ৯০ দশক পর্যন্ত বলিউড ছবির ব্যক্তিত্বদের মতের কোনও দাম ছিল না পৃথিবীর কাছে। সেই সচেতনতা তৈরি হয়নি। সত্যজিৎ রায়কেই আমরা ভারতীয় সিনেমার একমাত্র মুখ হিসেবে দেখেছি তখন। তার একটা কারণ ছিল আমরা নতুনকে সহজে মানতে পারতাম না। আমার বাবা সব সময় ভাল ভাল কাজ করেছে। অন্য ধারার ছবি করেছে। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু বক্স অফিসে চলেনি। সেখানে সকলের মন জিতে নিয়েছে সিক্স প্যাকের হিরোরা। আমরাই তাঁদের ছবি দেখে সুপারহিট করেছি। কারণ আমরা অবাস্তব জিনিস পছন্দ করি। আমরা বাস্তবের মুখোমুখি হতে ভয় পাই। এই জন্যই বলিউডের সিক্স প্যাক হিরোদের কাছেই বেশির ভাগ কাজ চলে যায়। সুশান্তের মৃত্যুর পর বলিউডের পলিটিক্স নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু এর জন্য তো আমারাই দায়ী। তবে নতুন প্রজন্মের কিছু তরুন এখন স্বপ্ন দেখছে অন্য কিছু করার। তাঁদের উৎসাহ দিন। কালকি চুল কেটেছিল বলে, তাঁকেও ট্রোলড হতে হয় বলিউডে। আমরাই করি। তাই কোনও কিছুকে আকড়ে ধরে না থেকে নতুনকে মেনে নিতে হবে।" বাবিলের এই দীর্ঘ পোস্টে যন্ত্রণা ফুটে উঠেছে। সুশান্তের কাজ না পাওয়ার জন্য তো সত্যিই আমরা দায়ি। না হলে সিক্স প্যাকের হিরোরা ছবি পায় কি করে ! আর তা বক্স অফিসে হিটই বা হয় কি করে, যদি না আমরা দেখি। আর ইরফানের ভাল ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2020 7:29 PM IST