Aryan Khan | Kunal Jani: সুশান্তের মৃত্যু, রাজ কুন্দ্রার ঘটনার পরে এবার মাদককাণ্ডেও জড়ালো নাম! কে এই কুনাল জানি

Last Updated:

Aryan Khan | Kunal Jani: মুম্বইয়ের মাদক কাণ্ড (Mumbai Drug bust case) নিয়ে জলঘোলা এখন তুঙ্গে। এই ঘটনায় উঠে এসেছে আরও একটি নতুন নাম- কুনাল জানি।

সুশান্তের মৃত্যু, রাজ কুন্দ্রার ঘটনার পরে এবার মাদককাণ্ডেও জড়ালো নাম! কে এই কুনাল জানি
সুশান্তের মৃত্যু, রাজ কুন্দ্রার ঘটনার পরে এবার মাদককাণ্ডেও জড়ালো নাম! কে এই কুনাল জানি
#মুম্বই: মুম্বইয়ের মাদক কাণ্ড (Mumbai Drug bust case) নিয়ে জলঘোলা এখন তুঙ্গে। এই ঘটনায় উঠে এসেছে আরও একটি নতুন নাম- কুনাল জানি (Kunal Jani)। আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে সেলফি তুলে ভাইরাল হয়েছিলেন প্রাইভেট কেপি গোসাভি (KP Gosavi)। গতকাল তাঁর দেহরক্ষী হিসেবে পরিচয় দেওয়া প্রভাকর সাইল দাবি করেছেন, এনসিবির (NCB) সঙ্গে টাকার লেনদেন করেছেন গোসাভি। এছাড়া গোসাভির আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, আরিয়ানের বয়ান মোবাইলে রেকর্ড করছেন তিনি।
সেই ভিডিওতে পাশেই দেখা যায় কুনাল জানিকে, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই কুনাল জানি আগেও একটি মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন। ভিডিওতে তাঁকে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) অফিসেও দেখা যায়। মুম্বইয়ের বান্দ্রার একটি নামকরা রেস্তোরাঁর ডিরেক্টর কুনাল। প্রমোদতরীতে এনসিবির তল্লাসি চালানোর পিছনে কুনালের ভূমিকা আছে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
advertisement
advertisement
যদিও এনসিবি সূত্রে বলা হয়েছে, অন্য একটি মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন কুনাল জানি (Kunal Jani)। এনসিবি অফিসে যখন আরিয়ানকে (Aryan Khan) এনে বয়ান রেকর্ড করা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন কুনাল জানি। গত ৩০ সেপ্টেম্বর একটি মাদককাণ্ডে গ্রেফতার করা হয় কুনাল জানিকে। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন অভিনেতা অর্জুল রামপালের শ্যালক অ্যাজিসিল্যাওস ডেমেট্রিডেস। তাঁর বিরুদ্ধে মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ আছে। কুনাল জানি গত ১০ অক্টোবর জামিন পেয়েছেন।
advertisement
এমনকী সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু মামলাতেও উঠে এসেছিল কুনাল জানির নাম। ইডি আধিকারিকরা কুনাল জানির সঙ্গে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর একটি চ্যা‌ট পান যেখানে মাদক নিয়ে আলোচনা করা হয়েছিল। রাজ কুন্দ্রার ঘটনাতেও জড়ায় কুনাল জানির নাম। কুনাল জানির হোটেলের পার্টনার ছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা(Raj Kundra)। এছাড়াও বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছেন কুনালের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aryan Khan | Kunal Jani: সুশান্তের মৃত্যু, রাজ কুন্দ্রার ঘটনার পরে এবার মাদককাণ্ডেও জড়ালো নাম! কে এই কুনাল জানি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement