Arshi Khan | Afghanistan: আফগানিস্তানে তালিবানি রাজের জন্য বিয়ে ভেস্তে যাচ্ছে আরশির! ভয় পাচ্ছেন অভিনেত্রী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Arshi Khan | Afghanistan: আরশি বলছেন, অক্টোবরেই তাঁর বাগদান হওয়ার কথা আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে।
#মুম্বই: আফগানিস্তানে (Afghanistan) তালিবানি (Taliban) রাজের জন্য কি বিয়েটাই পিছিয়ে যাবে? চিন্তায় পড়ে গিয়েছেন আফগান অভিনেত্রী আরশি খান (Arshi Khan)। আফগান এক ক্রিকেটারের সঙ্গে বিয়ে ঠিক করেছেন আরশির বাবা। বাগদান সেরে নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাড়াতাড়ি। কিন্তু আরশি ভয় পাচ্ছেন, তালিবানরা আফগানিস্তান দখল নেওয়ার জেরে তাঁর বাগদানটাই না ভেস্তে যায়।
আরশি বলছেন, অক্টোবরেই তাঁর বাগদান হওয়ার কথা আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে। এই ক্রিকেটারকে পছন্দ করেছেন তাঁর বাবা। কিন্তু তালিবানরা আফগানিস্তান দখল নেওয়ায় এই সম্পর্কে হয়তো ইতি টানতে হতে পারে। ফিয়ন্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও, পরিবার থেকে হয়তো বাগদানটা বাতিল করে দেবে।
বিগবস খ্যাত আরশি বলছেন, "তিনি আমার বাবার বন্ধুর ছেলে। আমাদের কথা হতো বন্ধুর মতো। কিন্তু আমি এখন নিশ্চিত কোনও ভারতীয় পুরুষই আমার জন্য বাবা-মা খুঁজবে।" প্রসঙ্গত আফগানিস্তান নিয়ে চিন্তায় রয়েছেন আরশিও। কারণ তিনি নিজেও আফগান। আফগানিস্তানেই জন্মেছিলেন আরশি। এখনও আফগানিস্তানে রয়েছেন আরশির কয়েকজন বন্ধু। তাদের নিয়েই চিন্তিত তিনি।
advertisement
advertisement
সংবাদমাধ্যমের কাছে বলছেন, "আমার জন্ম আফগানিস্তানে। পরে পরিবারের সঙ্গে ভারতে এসেছি। তালিবান শাসন চলে আসায় আফগানিস্তানের মহিলাদের কথা ভেবে আমি চিন্তিত। আমি আফগানি পাঠান। আমার ভয় করছে, গায় কাঁটা দিচ্ছে। আমি ওখানেই জন্মেছিলাম। এখনও আমি যদি ওখানে থাকতাম! এসব ভেবে ভয় চিৎকার করতে ইচ্ছে করছে।"
আরশির যখন চার বছর বয়স, তখন আফগানিস্তান থেকে ভোপালে চলে আসে তাঁর পরিবার। বড় হয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ২০১৪-য় তামিল ছবি দিয়ে অভিনয় শুরু তাঁর। এর পরে বিগবস ১১-তে অংশ নেন আরশি। ২০১৪-র বিগবসেও এসেছিলেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2021 8:32 PM IST