এ কী ! ফের প্রেমে পড়লেন অর্জুন রামপাল ! শোরগোল বলিপাড়ায়

Last Updated:
#মুম্বই:  মাসকয়েক আগে খবরের শিরনামে ছিল অর্জুন রামপাল আর মেহের জেসিয়ার বিবাহ বিচ্ছেদ-এর খবর। ২০ বছর সংসার করার পর ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তাঁরা। বলিটাউনের সবাই প্রায় ধরেই নিয়েছিল, সুজানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ভেঙে গেল অর্জুন মেহরের সংসার।
যদিও সেইসময় সুজান স্পষ্ট জানিয়েছিলেন, ''অর্জুন আর মেহের বহুদিনের বন্ধু। এরকম সুন্দর একটা সম্পর্ক নষ্ট করার থেকে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে কি? আর সবাই এটা ভাবছে কী করে যে আমি এমনটা করব? আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আর অর্জুন শুধুমাত্র বন্ধু। আমাদের মধ্যে এরথেকে বেশি আর কোনওরকম রিলেশন নেই।''
advertisement
সেইসময় সুজানের কথা কেউ খুব-একটা বিশ্বাস করেননি, কিন্তু তারপর দেখা গেল, ভুল বলেননি সুজান! বিস্বস্ত সূত্রের খবর, সুজান নয়, অর্জুনের নতুন প্রেম 'ডিজেওয়ালে বাবু' খ্যাত নাতাশা স্ট্যানকোভিচ। প্রকাশ্যে দেখাও যাচ্ছে কপোত কপোতিকে।
advertisement
কিন্তু নাতাশাও এবার অতীত! ফের মন বদলেছে অর্জুনের! শোনা যাচ্ছে, এই মুহূর্তে 'ইনকার' স্টারের মন জুড়ে  রাজ করছেন দক্ষিণ আফ্রিকার  মডেল, অভিনেতা গ্যাবরিয়েলা ডেমেট্রিয়াডেস! আইপিএল-এর সূত্রে আলাপ অর্জুন, গ্যাবরিয়েলার। প্রথম দিকে তা শুধু আলাপে সীবামদ্ধ থাকলেও, বলিটাউনে এখন জোড় গসিপ, চুটিয়ে প্রেম করছেন দু'জনে! গত সপ্তাহে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় একান্ত মুহূর্ত কাটাতে দেখা যায় অর্জুন, গ্যাবরিয়েলাকে! আর তারপরই, জল্পনার পাহাড় আকাশ ছুঁয়েছে !
advertisement
যদিও এই বিষয়ে অর্জুন বা গ্যাবরিয়েলা, কেউই মুখ খোলেননি! নায়কের এক ঘনিষ্ঠ বন্ধু অবশ্য বলেছেন, '' ওঁরা দু'জন খুব ভাল বন্ধু! একসঙ্গে ডাইন আউট-এ যেতেই পারে!''
কিন্তু বিষয়টি কি এতটাই সহজ?
প্রশ্নটা সহজ, উত্তরটাও জানা!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এ কী ! ফের প্রেমে পড়লেন অর্জুন রামপাল ! শোরগোল বলিপাড়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement