সেন্সরের কাঁচি চলল কমল হাসানের ‘বিশ্বরূপম ২’-এর বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্যে
Last Updated:
#মম্বই: ২০১৩ সালে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল কমল হাসানের স্পাই-মুভি ‘বিশ্বরূপম’। এবার সেই ছবির সিক্যুয়েল ‘বিশ্বরূপম ২’ মুক্তি পেল ১০ অগস্ট। কমল হাসান ছাড়াও রয়েছেন রাহুল বোস, আন্দ্রেয়া জেরেমিয়া, জয়দীপ আহলাওয়াত ও শেখর কপূর।
কিন্তু ‘বিশ্বরূপম ২’ মুক্তির আগে পর্যন্ত ছবি নিয়ে তেমন কোনও বিতর্ক মাথা চাড়া দেয়নি, এমনকী বিসাল মাপে ছবির প্রচারও হয়নি! তবে, শোনা যাচ্ছে, এই ছবিটার বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি ছিল সেন্সর বোর্ডের! ফলে, সেগোলো বাদ পড়েছে ছবি থেকে! যেমন ছাঁটা হয়েছে কমল হাসান ও পূজা কুমারের চুম্বনের অনেক দৃশ্যই! ছবিতে নায়িকার একটি স্নানের দৃশ্য রয়েছে। বিস্বস্ত সূত্রের খবর, সেখানেও নাকি কাঁচি চলেছে সেন্সরের!
advertisement
শুধু তাই নয়, সেন্সর বোর্ড ছবির একটি মৃত্যুদৃশ্যও বাদ দেয়, কারণ, দৃশ্যটি অত্যধিক রক্ত দেখানো হয়েছে! বেশ কিছু জায়গায় সংলাপও ‘মিউট’ করা হয়েছে!
advertisement
Location :
First Published :
August 11, 2018 10:43 AM IST