পারিবারিক ছবির সিক্যুয়াল তৈরি করলেন অর্জুন কাপুর
Last Updated:
একেই বলে সিক্যুয়াল ৷ আগের প্রজন্ম ও পরের প্রজন্ম নিয়ে ছবিই তৈরি করে ফেললেন অর্জুন কাপুর ৷ না এ ছবি, সে ছবি না ৷ তিনি তো শুধুমাত্র ফোটে ফ্রম করলেন ৷
#মুম্বই: একেই বলে সিক্যুয়াল ৷ আগের প্রজন্ম ও পরের প্রজন্ম নিয়ে ছবিই তৈরি করে ফেললেন অর্জুন কাপুর ৷ না এ ছবি, সে ছবি না ৷ তিনি তো শুধুমাত্র ফোটে ফ্রম করলেন ৷ যেই ছবির ওপরের দিকে থাকলেন বড়রা আর তাদের নিচে ছোটরা ৷
কাপুর খানদানের বড়রা হলেন অর্জুনের বাবা বনি, তাঁর দুই কাকা অনিল ও সঞ্জয় ৷ অনিল ও সঞ্জয় হলেন বলিউড হিরো এবং বনি প্রযোজক ৷ একইভাবে পরিবারের ধারা বজায় রেখে অনিল পুত্র হর্ষবর্ধন ও বনি পুত্র অর্জুন বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ৷ সঞ্জয়ের সন্তান এখন ছোট ৷ তাই আপাতত রুপলি পর্দা থেকে সে দূরেই রয়েছে ৷ অর্জুনের পোস্ট করা এই ছবিতে দারুণ ভাবে ফুটে উঠেছে পরিবারের গল্প ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2018 6:40 PM IST