‘ভাল মানুষকে বিয়ে করলে এমনই হয়’, ট্যুইট করলেন অনুষ্কা শর্মা
Last Updated:
#মুম্বই: দেখতে দেখতে একটা বছর কাটিয়ে দিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ৷ যে বিয়ে নিয়ে গত বছরে ঝড় উঠেছিল খবরের জগতে ৷ সেই স্বপ্নের বিয়ের ঝড় এখনও যেন থামতে চাইছে না ! একদিকে যখন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, আবার প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে পর্ব নিয়ে তটস্থ সকলে, তখনও বার বার লোকমুখে উঠে এসেছিল অনুষ্কা ও বিরাট কোহলির বিয়ের কথা ৷ অনেকেই মনে করছেন, দীপিকা, প্রিয়াঙ্কারা যাই করুক না কেন, কোনওভাবেই যেন অনুষ্কার বিয়েকে টেক্কা দিতে পারলেন না !
নায়িকা অনুষ্কাও প্রকাশ্যে কিছু না বললেও, এমনটিই যেন মনে করছেন ৷ তাই তো বিয়ের এক বছরের পূর্তিতে বিরাটের প্রেমে মজে গিয়ে ট্যুইট করে বসলেন অনুষ্কা ৷ আর লিখলেন, বিরাটের সঙ্গে জীবন কাটানো যেন স্বর্গের মতো !
ট্যুইট করে অনুষ্কা লিখলেন, ‘এ এক স্বর্গীয় অনুভূতি ৷ যখন সময় কীভাবে কেটে যাচ্ছে তা টের পাওয়া যায় না ৷ আর এটা সম্ভব যখন ভালো মানুষের সঙ্গে বিয়ে হয় !’
advertisement
advertisement
এই ট্যুইটের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছেন অনুষ্কা ৷ যেখানে উঠে এসেছে বিরাট ও অনুষ্কার বিয়ের নানা পর্ব !
It's heaven, when you don't sense time passing by ... It's heaven, when you marry a good 'man' ... pic.twitter.com/bvZc2x62NM
— Anushka Sharma (@AnushkaSharma) December 11, 2018
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2018 2:10 PM IST