অনুপম খেরকে তাঁর মা কেন থাপ্পড় মারতে চাইলেন? কেনই বা বললেন ভগবানই পারে অনুপমকে বাঁচাতে!

Last Updated:
#মুম্বই: অনুপম খের। বলিউড সিনেমার চেনা মুখ অনুপম। তিনি নায়কের চরিত্রে কখনও অভিনয় করেননি। হয়েছেন ভিলেইন। করেছেন খুব ভাল বাবার চরিত্রে অভিনয়। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'তে তিনি শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এরকম যে কত ভাল ছবি আছে তাঁর হিসেব করে বলা মুশকিল।
এই অভিনেতাকে এখন মাঝে মধ্যেই দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে রাস্তায় হাঁটতে। কখনও বা তাঁকে দেখা যায় রাস্তার বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকে যেতে। আর এই সব ভিডিও তিনি নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবার নিজের মায়ের একটি ভিডিও শেয়ার করলেন তিনি। সেখানে তিনি মাকে বলছেন, 'কাল আমার নাটক আছে মা! আমার খুব ভয় করছে।' এ কথা শুনে হেসে ফেললেন তাঁর মা। বললেন,'একট থাপ্পড় দেবো তোকে। কত লোক আসবে নাটক দেখতে? তুই ভাল করবি। তারপর এসে আমার সঙ্গে হাত মেলাবি।' কিন্তু যেই শুনলেন ওখানে ৮০০ লোক আসবে নাটক দেখতে। সঙ্গে সঙ্গে তাঁর মা বললেন,'তাহলে জানি না। ভগবানই বাঁচাবে তোকে।' বলেই হাসতে শুরু করলেন। এই মজার ভিডিওটি দেখলে আপনিও নিজের হাসি আটকাতে পারবেন না।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুপম খেরকে তাঁর মা কেন থাপ্পড় মারতে চাইলেন? কেনই বা বললেন ভগবানই পারে অনুপমকে বাঁচাতে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement