Kirron Kher Health Update: ক্যান্সার আক্রান্ত স্ত্রী কিরণ খের কেমন আছেন? খোঁজ দিলেন অনুপম
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ক্যান্সারে (Cancer Patient) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অভিনেত্রী কিরণ খের। সম্প্রতি কিরণ খেরের (Kirron Kher) শারীরিক পরিস্থিতির খোঁজ দিলেন স্বামী ও বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের (Anupam Kher)।
#মুম্বই: ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অভিনেত্রী কিরণ খের। সম্প্রতি কিরণ খেরের (Kirron Kher) শারীরিক পরিস্থিতির খোঁজ দিলেন স্বামী ও বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের (Anupam Kher)। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনুপম শেয়ার করেছেন কিরণের স্বাস্থ্যের কথা। তিনি বলেছেন, কিরণ এখন আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনুপমের দাবি, 'কিরণের স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে। এটা খুবই কঠিন একটা চিকিৎসা। ও মাঝে মাঝে বলে কোভিড ১৯ ও লকডাউন-এর সময়টা এই চিকিৎসাকে আরও কঠিন করে তুলছে। রোগীরা যাঁরা এই চিকিৎসায় রয়েছেন তাঁদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখাটা খুবই জরুরি।' কিরণের স্বাস্থ্য নিয়ে অনুপমের আরও বক্তব্য, 'ও বাইরে বেরেতো পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। তবে ভালো খবর হল কিরণ ওঁর স্বাস্থ্যোন্নতির অনেকটা পথ পেরিয়েছে। ও ভালো আছে। কোনও কোনও দিন ও খুবই ইতিবাচক থাকে। কোনও দিন আবার কেমোথেরাপির কষ্টে থাকে। আমরা সবাই মিলেই সবচেয়ে ভালোটা চেষ্টা করছি।'
advertisement
কিরণের অসুস্থতার পরই আমেরিকার টেলিভিশন শো-এর কাজ ছেড়ে দিয়েছিলেন অনুপম খের। নিউ অ্যামস্টারডমের এই শো-র আরেক তারকা অনুপমের বন্ধু রবার্ট ডি নিরো কিরণের খবরও নেন মাঝে মধ্যেই। অনুপম এ প্রসঙ্গে জানিয়েছেন, 'রবার্ট আমাকে মেসেজ করেছিলেন কিরণের খবরটা পেয়ে। আমার জন্মদিনে একটা ভিডিও করেও পাঠিয়েছিল ও। কিছুদিন বাদে বাদেই ও কিরণের খোঁজ নেয়। রজার ফেডেরারের সঙ্গে বিজ্ঞাপন দেখার পর আমিও ওঁকে মেসেজ করেছিলাম।'
advertisement
advertisement
গত এপ্রিলে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদ কিরণ খের। ট্যুইট করে একটি ভিডিওর মাধ্যমে সেকথা জানিয়েছিলেন অনুপম। সঙ্গে নিজের অনুরাগী ও জনসাধারণের উদ্দেশে আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলেন এই কঠিন সময়ে তাঁর ও কিরণের পাশে থেকে ভরসা জোগানোর জন্যে। কিরণও যে আপামর সাধারণ মানুষের এই ভালোবাসা পেয়ে আপ্লুত সেকথাও জানিয়েছিলেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা। গত এপ্রিলে ইনস্টাগ্রামে অনুপম খের বলেছিলেন, ‘কিরণ উন্নতি করছে। তবে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আশাকরি সব বাধা কাটিয়ে উঠবে ও। আপনাদের প্রার্থনায় সবকিছু আশাকরি ঠিক হয়ে যাবে।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2021 7:21 PM IST