RIP Dilip Kumar: জানেন কি দিলীপ কুমারকে এক বিশেষ সম্মান দিয়েছে পাকিস্তান সরকারও
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
লিউডে আজ শোকের ছায়া। বুধবার সকালে পরলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)।
#ইসলামাবাদ: বলিউডে আজ শোকের ছায়া। বুধবার সকালে পরলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮। বহুদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা। কেরিয়ার জুড়ে মুম্বইতে কাটলেও, দিলীপ কুমারের জন্ম হয়েছিল পেশোয়ারে, যা আজ পাকিস্তানের (Pakistan) অন্তর্গত। ১৯২২ এর ১১ ডিসেম্বর পেশোয়ারে জন্মেছিলেন তিনি। পাকিস্তান সরকার ইতিমধ্যেই দিলীপ কুমারের পৈতৃক বাড়িটিকে জাতীয় হেরিটেজ হাউজের তকমা দিয়েছেন।
খুব শীঘ্রই পাকিস্তানে এই বাড়িকে মিউজিয়ামেও পরিণত করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত কার্যকলাপও সম্পূর্ণ করেছে পাক সরকার। দিলীপ কুমারের নামেই তৈরি হচ্ছে এই মিউজিয়াম।
পেশোয়ারের কিসসা বাজার এলাকায় ছিল দিলীপ কুমারের বাড়ি। গত বছরই পাকিস্তান সরকার দুই ভারতীয় কিংবদন্তী অভিনেতার পৈতৃক বাড়িকে মিউজিয়ামে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিল। একজন দিলীপ কুমার, অন্যজন রাজ কাপুর। ২০২০-তে দিলীপ কুমারের পৈতৃক বাড়ির বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন পাকিস্তানের সাংবাদিক শিরাজ হাসান। সেই ছবিগুলি তখন দেখেছিলেন দিলীপ কুমার। দিলীপ কুমারের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রসঙ্গত, বুধবার সকালে পরলোকে পাড়ি দিলেন কিংবদন্তী অভিনেতা। ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। হাসপাতালে পালমোনলজিস্ট জলিল পারকরের চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনিই প্রথন অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2021 9:56 PM IST