RIP Dilip Kumar: জানেন কি দিলীপ কুমারকে এক বিশেষ সম্মান দিয়েছে পাকিস্তান সরকারও

Last Updated:

লিউডে আজ শোকের ছায়া। বুধবার সকালে পরলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)।

#ইসলামাবাদ: বলিউডে আজ শোকের ছায়া। বুধবার সকালে পরলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮। বহুদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা। কেরিয়ার জুড়ে মুম্বইতে কাটলেও, দিলীপ কুমারের জন্ম হয়েছিল পেশোয়ারে, যা আজ পাকিস্তানের (Pakistan) অন্তর্গত। ১৯২২ এর ১১ ডিসেম্বর পেশোয়ারে জন্মেছিলেন তিনি। পাকিস্তান সরকার ইতিমধ্যেই দিলীপ কুমারের পৈতৃক বাড়ি‌ট‌িকে জাতীয় হেরিটেজ হাউজের তকমা দিয়েছেন।
খুব শীঘ্রই পাকিস্তানে এই বাড়িকে মিউজিয়ামেও পরিণত করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত কার্যকলাপও সম্পূর্ণ করেছে পাক সরকার। দিলীপ কুমারের নামেই তৈরি হচ্ছে এই মিউজিয়াম।
পেশোয়ারের কিসসা বাজার এলাকায় ছিল দিলীপ কুমারের বাড়ি। গত বছরই পাকিস্তান সরকার দুই ভারতীয় কিংবদন্তী অভিনেতার পৈতৃক বাড়িকে মিউজিয়ামে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিল। একজন দিলীপ কুমার, অন্যজন রাজ কাপুর। ২০২০-তে দিলীপ কুমারের পৈতৃক বাড়ির বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন পাকিস্তানের সাংবাদিক শিরাজ হাসান। সেই ছবিগুলি তখন দেখেছিলেন দিলীপ কুমার। দিলীপ কুমারের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রসঙ্গত, বুধবার সকালে পরলোকে পাড়ি দিলেন কিংবদন্তী অভিনেতা। ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। হাসপাতালে পালমোনলজিস্ট জলিল পারকরের চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনিই প্রথন অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
RIP Dilip Kumar: জানেন কি দিলীপ কুমারকে এক বিশেষ সম্মান দিয়েছে পাকিস্তান সরকারও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement