নিজের ছবি দিয়ে মিম বানালেন অমিতাভ ! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হলেন হাসির খোরাক
Last Updated:
#মুম্বই: বৃষ্টিতে নাজেহাল অবস্থা গোটা মুম্বই শহরের। সাধারণ মানুষ থেকে শুরু করে মুম্বইয়ের সেলেবদের বাড়ির সামনেও জল জমে একাকার অবস্থা। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের বাড়ির সামনেও জল জমে একাকার অবস্থা।
অনেকের ঘরেও জল ঢুকে গিয়েছে। এই অবস্থায় অমিতাভ বচ্চনও বন্যার জন্য চিন্তায় রয়েছেন। তবে তিনি নিজের ছবি দিয়ে এই কঠিন অবস্থাতেও বানিয়ে ফেললেন মিম। নিজের ছবি দিয়ে নিজেই মিম বানিয়ে শেয়ার করলেন ট্যুইটারে। তারপর থেকেই অনেকেই মজা করতে শুরু করেছেন অমিতাভকে নিয়ে। আমিতাভ তাঁর অভিনীত একটি সিনেমার ছবিতে নিজেই এদিত করে মিম বানালেন। মিমে তিনি যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তিনি ও জিনাত আমন একটি নৌকায় বসে আছেন। আর মাঝি নৌকা চালাচ্ছেন মুম্বই শহরে জমে থাকা জলের মধ্যে দিয়ে। তারপর তিনি মাঝিকে বলছেন, " জলসা হয়ে ভাইয়া গোরেগাও যাবেন।" এই রকম মজা বোধহয় অমিতাভই করতে পারেন।
advertisement
T 3... Jalsa hote hue .. pic.twitter.com/PKSZuQm7ju
— Amitabh Bachchan (@SrBachchan) July 2, 2019
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2019 4:23 PM IST