• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কেন মদ-সিগারেটের বিজ্ঞাপন করেন না, এতদিনে খোলসা করলেন অমিতাভ

কেন মদ-সিগারেটের বিজ্ঞাপন করেন না, এতদিনে খোলসা করলেন অমিতাভ

Photo: Twitter

Photo: Twitter

টিভি খুললেই তাঁর মুখ ৷ সিনেমা, রিয়্যালিটি শো ছাড়াও নিত্যদিনের হরেক রকম বিজ্ঞাপন জুড়ে তাঁর সেই পরিচিত মুখটা ভেসে ওঠে ৷ কখনও কোনও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে, কখনও পোলিও-শৌচাগারের সচেতনা তৈরিতে, কখনও মাথা ঠাণ্ডা করার তেলের বিজ্ঞাপনে ৷

 • Share this:

  #মুম্বই: টিভি খুললেই তাঁর মুখ ৷ সিনেমা, রিয়্যালিটি শো ছাড়াও নিত্যদিনের হরেক রকম বিজ্ঞাপন জুড়ে তাঁর সেই পরিচিত মুখটা ভেসে ওঠে ৷ কখনও কোনও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে, কখনও পোলিও-শৌচাগারের সচেতনা তৈরিতে, কখনও মাথা ঠাণ্ডা করার তেলের বিজ্ঞাপনে ৷ কাঁচা পাকা চুলে মাঝ বরাবর সিঁথি, সাদা দাঁড়ি ফ্রেঞ্চকাট, চোখে মোটা ফ্রেমের চশমা ৷ প্রায় চোখ বুজেও বলে দেওয়া যায় তিনি ভারতীয় সিনেমার শাহেনশা ছাড়া কেউ নন ৷ তিনি অমিতাভ বচ্চন ৷ কিন্তু রুপোলি পর্দায় এত পরিচিত হয়েও কখনও মাদক জাতীয় পদার্থের বিজ্ঞাপন করতে দেখা যায় না তাঁকে ৷ মদ, সিগারেট বা পান বাহার কোনওরকম নেশাকারক জিনিসেরই বিজ্ঞাপনে মুখ দেখান না বিগ বি ৷

  আরও পড়ুন: তাহলে কী সত্যিই প্রেম ? ১০ বছরের ছোট ‘বয়ফ্রেন্ড’-এর সঙ্গে ডিনারে গেলেন প্রিয়াঙ্কা

  কিন্তু যেখানে প্রায় সমস্ত সেলেবরাই এই ধরনের বিজ্ঞাপনে মুখ দেখাতে অভ্যস্ত, সেখানে অমিতাভ ব্রাত্য কেন ? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, বিজ্ঞাপন করার আগে সেই সমস্ত জিনিস তিনি ব্যবহার করে দেখেন ৷ পছন্দ হলে তবেই তাঁর প্রচার করেন ৷ কিন্তু মদ-সিগারেট তিনি ছুঁয়েও দেখেন না ৷ ফলে যা তিনি ব্যবহার করেন না তার বিজ্ঞাপন করতে স্বচ্ছন্দ্য নন তিনি ৷

  First published: