corona virus btn
corona virus btn
Loading

পায়ের তলায় যেন চাকা লাগানো, যুবকের দূর্দান্ত নাচের টিকটক ভিডিও শেয়ার করলেন খোদ বিগবি

পায়ের তলায় যেন চাকা লাগানো, যুবকের দূর্দান্ত নাচের টিকটক ভিডিও শেয়ার করলেন খোদ বিগবি
  • Share this:

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকাটাই এখন ট্রেন্ড ৷ আর টিকটক ভিডিও তো এখন জেন ওয়াইয়ের কাছে মূল আকর্ষণের জায়গা ৷ নানা রকম গান, নাচ, অঙ্গিভঙ্গিতে টিকটক ভিডিও এখন ভাইরাল হচ্ছে আকছাড় ৷ সম্প্রতি ট্যুইটারে এমনই এক টিকটক ভিডিও শেয়ার করেছিলেন রায়বেরিলির এক যুবক ৷ গানের তালে তাঁর নাচের স্টেপস দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা ৷ একের পর এক গান আর তার সঙ্গে জমিয়ে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ওই যুবক ৷ যা দেখে মুগ্ধ স্বয়ং অমিতাভ বচ্চনও ৷ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করে বিগ বি লিখেছেন, ‘Wow’ ৷ বলিউডের শাহেনশাহের থেকে এমন প্রতিক্রিয়া পেয়ে যারপরনায় আপ্লুত ওই যুবক ৷ অমিতাভকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি ৷

Published by: Simli Raha
First published: January 13, 2020, 9:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर