• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মায়ের ছবির প্রমোশনে কলকাতায় আলিয়া ভাট

মায়ের ছবির প্রমোশনে কলকাতায় আলিয়া ভাট

সোনি রাজদান ও আলিয়া ভাট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

সোনি রাজদান ও আলিয়া ভাট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #কলকাতা: ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথমদিন ছিল আজ রবিবার ৷ গতকাল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের পর এ দিন সকাল থেকেই নন্দন চত্বরে সিনেপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

  এ দিন দুপুরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সঞ্জয় নাগের ‘ইয়োরস ট্রুলি’ ছবিটির প্রিমিয়ার হয়। এ দিন সাংবাদিদের মুখোমুখি হন এ ছবির মুখ্য অভিনেত্রী সোনি রাজদান, তাঁর স্বামী তথা পরিচালক মহেশ ভট্ট এবং মেয়ে আলিয়া ভট্ট। আলিয়া এ ছবিতে অভিনয় করেননি। তাঁর কথায়, “এই প্রথম মায়ের কোনও ছবির প্রোমোশন করছি। ছবিতে বাবাও আছে। এটা একটা স্বপ্নের মতো।”

  3

  সোনি রাজদানের সঙ্গে আলিয়া ভাট ও মহেশ ভাট (বাঁদিক থেক) ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

  সোনি বললেন, ‘‘আমার প্রথম ছবি ৩৬ চৌরঙ্গী লেনের শুটিং কলকাতায় হয়েছিল। আবার এতদিন পরে কলকাতায় এসে খুব ভাল লাগছে। তখন রোজ মিষ্টি খেতাম। আজও এসেই মিষ্টি খেয়েছি।”

  First published: