মায়ের ছবির প্রমোশনে কলকাতায় আলিয়া ভাট

Last Updated:
#কলকাতা: ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথমদিন ছিল আজ রবিবার ৷ গতকাল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের পর এ দিন সকাল থেকেই নন্দন চত্বরে সিনেপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এ দিন দুপুরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সঞ্জয় নাগের ‘ইয়োরস ট্রুলি’ ছবিটির প্রিমিয়ার হয়। এ দিন সাংবাদিদের মুখোমুখি হন এ ছবির মুখ্য অভিনেত্রী সোনি রাজদান, তাঁর স্বামী তথা পরিচালক মহেশ ভট্ট এবং মেয়ে আলিয়া ভট্ট। আলিয়া এ ছবিতে অভিনয় করেননি। তাঁর কথায়, “এই প্রথম মায়ের কোনও ছবির প্রোমোশন করছি। ছবিতে বাবাও আছে। এটা একটা স্বপ্নের মতো।”
advertisement
3
advertisement
সোনি রাজদানের সঙ্গে আলিয়া ভাট ও মহেশ ভাট (বাঁদিক থেক) ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
সোনি বললেন, ‘‘আমার প্রথম ছবি ৩৬ চৌরঙ্গী লেনের শুটিং কলকাতায় হয়েছিল। আবার এতদিন পরে কলকাতায় এসে খুব ভাল লাগছে। তখন রোজ মিষ্টি খেতাম। আজও এসেই মিষ্টি খেয়েছি।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মায়ের ছবির প্রমোশনে কলকাতায় আলিয়া ভাট
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement