‘ব্রহ্মাস্ত্র’র সেটে গুরুতর আহত আলিয়া, বন্ধ শুটিং

Last Updated:

অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং চলাকালীন গুরুতর আহত হলেন অভিনেত্রী আলিয়া ভাট৷ এই মুহূর্তে বুলগেরিয়ায় শুটিংয়ে ব্যস্ত ব্রহ্মাস্ত্রের গোটা টিম৷

#মুম্বই: অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং চলাকালীন গুরুতর আহত হলেন অভিনেত্রী আলিয়া ভাট৷ এই মুহূর্তে বুলগেরিয়ায় শুটিংয়ে ব্যস্ত ব্রহ্মাস্ত্রের গোটা টিম৷ কিছুদিন আগে ছবির সেটেই ২৫ বছরের জন্মদিন পালন হয়েছে অভিনেত্রীর৷ শোনা গিয়েছে, বরফের উপর স্টান্ট করতে গিয়েই নাকি কাঁধে আঘাত পেয়েছেন আলিয়া৷ আঘাত গুরুতর হওয়ায় তাঁর কাঁধে ও হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন চিকিৎসকরা৷ সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে৷
ফলে এই অবস্থায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হয়েছে ব্রহ্মাস্ত্রের শুটিং৷এই প্রথম অয়ন মুখোপাধ্যায়ের ছবিতে মুখ দেখাবেন আলিয়া৷ শুধু তাই নয়, প্রথমবার তাঁর বিপরীতে রয়েছেন রণবীর কপূর৷ ফলে সব দিক থেকেই এই ছবি আলিয়ার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ ছবিতে একটি নেগেটিভ রোলে অভিনয় করছেন বঙ্গ-তনয়া মৌনি রায়৷  রয়েছেন অমিতাভ বচ্চনও৷
এরই মধ্যে শোনা যাচ্ছে নানা রকম কানাঘুষোও৷ বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিচ্ছেদের পর এই মুহূর্তে বি-টাউনের মোস্ট এলিজেবল কপূরপুত্রকে নাকি মনে ধরেছে আলিয়ার৷ নায়িকার বার্থ-ডে সেলিব্রেট করতে বুলগেরিয়ায় উড়ে গিয়েছিলেন রণবীরের মা নিতু কপূরও৷ এরপর থেকেই রণবীর-আলিয়া সম্পর্কের জল্পনা আরও জোরদার হয়েছে৷ তবে এখন চোট সারিয়ে আলিয়া ফের কবে শুটিংয়ে ফিরবেন সেই নিয়েই দুশ্চিন্তায় গোটা ইউনিট৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ব্রহ্মাস্ত্র’র সেটে গুরুতর আহত আলিয়া, বন্ধ শুটিং
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement