#মুম্বই: তৈমুর আলি খানের বয়স কত হল? এই তো সবে ২ পূর্ণ করল ছোটে নবাব ৷ এর মধ্যেই ফের ‘গুড নিউজ’ দিলেন করিনা কাপুর খান ৷ আগামী ২৭ ডিসেম্বর ফের মা হতে চলেছেন তিনি ৷ তবে তিনি একা নন ৷ সঙ্গে রয়েছেন কিয়ারা আডবাণীও ৷ তিনিও মা হতে চলেছেন একই সঙ্গে ৷তবে রিয়েল লাইফ নয় ৷ কথা হচ্ছে রিল লাইফ নিয়ে ৷ আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘গুড নিউজ’ ৷ আজই মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার ৷ আর তাতেই দেখা যাচ্ছে সন্তানসম্ভবা দুই নায়িকা ৷ একদিকে কিয়ারা অন্যদিকে করিনা ৷ আর তাঁদের মাঝে চাপা পড়ে আতঙ্কিত মুখে রয়েছেন অক্ষয় কুমার ৷ আবার বেশ খুশি খুশি মুখে দেখা যাচ্ছে দিলজিৎ দুসাঞ্জ ৷
'Squeezing' in some #GoodNewwz for you this #Christmas season. Stay tuned, the biggest goof-up of the year is coming your way! #KareenaKapoorKhan @diljitdosanjh @kiaraaliaadvani @karanjohar @apoorva1972 @shashankkhaitan @raj_a_mehta @somenmishra @zeestudiosofficial @dharmamovies #CapeOfGoodFilms A post shared by Akshay Kumar (@akshaykumar) onView this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, Diljit Dosanjh, Good News, Kareena Kapoor, Kiara Advani