#মুম্বই: তৈমুর আলি খানের বয়স কত হল? এই তো সবে ২ পূর্ণ করল ছোটে নবাব ৷ এর মধ্যেই ফের ‘গুড নিউজ’ দিলেন করিনা কাপুর খান ৷ আগামী ২৭ ডিসেম্বর ফের মা হতে চলেছেন তিনি ৷ তবে তিনি একা নন ৷ সঙ্গে রয়েছেন কিয়ারা আডবাণীও ৷ তিনিও মা হতে চলেছেন একই সঙ্গে ৷
তবে রিয়েল লাইফ নয় ৷ কথা হচ্ছে রিল লাইফ নিয়ে ৷ আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘গুড নিউজ’ ৷ আজই মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার ৷ আর তাতেই দেখা যাচ্ছে সন্তানসম্ভবা দুই নায়িকা ৷ একদিকে কিয়ারা অন্যদিকে করিনা ৷ আর তাঁদের মাঝে চাপা পড়ে আতঙ্কিত মুখে রয়েছেন অক্ষয় কুমার ৷ আবার বেশ খুশি খুশি মুখে দেখা যাচ্ছে দিলজিৎ দুসাঞ্জ ৷
ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘‘সুখবরের মাঝে আমি চেপে গিয়েছি। আপনাদের সকলের জন্য এই সুখবর আসছে খ্রিস্টমাসের ছুটিতে।’’ ছবির মাধ্য়মেই বলিউডে পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন রাজ মেহেতা। ছবিটির সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন করণ জোহর।
Loading...View this post on Instagram