জুহু বিচ-এ একাধিক পাবলিক বায়ো টয়লেট বানিয়ে দিলেন অক্ষয় কুমার
Last Updated:
জুহু বিচ-এ জনসাধারণের ব্যবহারের জন্য একাধিক বায়ো টয়লেট বানিয়ে দিলেন অক্ষয় কুমার।
#মুম্বই: জুহু বিচ-এ জনসাধারণের ব্যবহারের জন্য একাধিক বায়ো টয়লেট বানিয়ে দিলেন অক্ষয় কুমার। 'বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন'-এর তরফ থেকে জানানো হয়েছে, ''অক্ষয় কুমারের এই উদ্যোগে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই মিটবে! তবে, জুহু আর ভার্সোভা বিচ-এ আরও ৩-৪টে শৌচাগার বানানো প্রয়োজন।''
অক্ষয়কে এই কাজে সাহায্য করেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। খরচা হয়েছে, কমবেশি ১০ লক্ষ টাকা। সহকারী পৌর কমিশনার, (K- পূর্ব) প্রশান্ত গায়েকোয়াড় জানান, '' শৌচাগারগুলিতে রয়েছে বায়ো-ডাইজেস্টার, তাই দুর্গন্ধ বেরবে না। শুধু স্থানীয় বস্তিবাসীই নয়, পর্যটকরাও উপকৃত হবেন।''
advertisement
advertisement
বাস্তব একটি ঘটনা থেকে এই সমাজ সচেতনতামূলক কাজটি করার তাগিদ অনুভব করেছিলেন অক্ষয় কুমার। গতবছর অগাস্ট মাসে টুইটারে একটি পোস্ট করেন টুইঙ্কল খান্না। ওই পোস্টটির জেরে তাঁকে ব্যপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সকালে জুহু বিচ-এ প্রাতঃভ্রমণে বেরিয়ে টুইঙ্কল দেখেন, কিছু স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে শৌচকর্ম করছেন। এর তীব্র প্রতিবাদ করে তিনি টুইট করেন- ''সুপ্রভাত! আমার মনে হয় 'টয়লেট এক প্রেম কথা পার্ট টু'-এর প্রেক্ষাপট মুম্বই!''
advertisement
এরপরই শুরু হয় বিতর্ক, সমালোচনার ঝড়! নায়িকাকে অসংবেদনশীল আখ্যা দেওয়া হয়! বলা হয়, অভাবের কারণে যাঁরা প্রকাশ্যে প্রাতকৃত্য সারতে বাধ্য হচ্ছেন, তাঁদের অসম্মান করছেন অক্ষয় পত্নী!
এই সমস্ত অভিযোগের যোগ্য উত্তর দেন টুইঙ্কল। তিনি পালটা টুইট করেন, যেখানে তিনি কিছু মানুষকে শৌচকর্ম করতে দেখেছিলেন, তার ঠিক ১ মিনিট দূরত্বেই রয়েছে পাবলিক টয়লেট।
advertisement
এই ঘটনার পরেই অক্ষয় কুমার ঠিক করেন জুহু বিচ-এ সাধারণ মানুষের উপকারের জন্য বায়ো টয়লেট নির্মাণ করবেন! এই না হলে 'খিলাড়িওয়ালা সোচ'!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2018 3:05 PM IST